শ্রমিক নিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়া চুক্তি সই

Malaysia১৫ লাখ জনশক্তি রফতানিতে মালয়েশিয়ার সঙ্গে জি টু জি প্লাস চুক্তি সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর সম্পন্ন হয়।
বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ট আনক জিম চুক্তিতে স্বাক্ষর করেন।
ওই চুক্তি অনুযায়ী মালয়শিয়া পাঠাতে কর্মী প্রতি খরচ পড়বে ৩৪-৩৭ হাজার টাকা, যার মেয়াদ ৫ বছর।
মালয়শিয়ায় কনস্ট্রাকশন, সার্ভিস, প্লান্টেশন, এগ্রিকালচার এবং ম্যানুফ্যাকচারিং খাতে ১৫ লাখ কর্মী যাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামসুন নাহার, কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, মালয়েশিয়ার পক্ষে দেশটির ডেপুটি সেক্রেটারি জেনারেল (পলিসি এন্ড ইন্টারন্যাশনাল) মোহাম্মদ সাহার দারুসমান, শ্রম বিভাগের মহাপরিচালক মোহাম্মদ জেফরি বিন জোয়াকিম, আন্ডার সেক্রেটারি (লেবার পলিসি ডিভিশন) বেটি হাসান, মানবসম্পদ মন্ত্রণালয়ের বিশেষ কর্মকর্তা রবার্ট দাপান, এসিসট্যান্ট সেক্রেটারি (লেবার অব পলিসি ডিভিশন) সতিশ শ্রীনিভাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (ফরেন ওয়ার্কার্স ম্যানেজমেন্ট ডিভিশন) মোহাম্মদ জামরি বিন মাত জাইন এবং ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান রাষ্ট্রদূত নূর আশিকান বিনতি মোহাম্মদ তিয়াব।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button