এবার লন্ডনের স্কুলে নিষিদ্ধ স্কার্ট !

UK school bans short skirtsছাত্রদের মন ঘুরে যাচ্ছে অন্যদিকে। পড়াতে পারছেন না শিক্ষকরাও। তাই স্কুলে ছাত্রীদের স্কার্ট পরা বন্ধ। ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডের একটি স্কুলে এমনই সিদ্ধান্ত নিয়েছেন প্রধান শিক্ষিকা। তিনি জানিয়েছেন, ছাত্রীরা এতটাই উন্মুক্ত অবস্থায় স্কুলে আসছিল, যে তিনি বিরক্ত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।
এখন থেকে ছাত্রীদের ট্রাউজার পরতে হবে। শিক্ষিকা জানিয়েছেন, ‘ছাত্রীরা যত বড় হয় তাদের স্কার্ট ততই ছোট হয়। স্কার্টে পা প্রায় ঢাকা পড়ে না বললেই চলে।’ এটা উচিৎ নয় বলে মন্তব্য করেছেন তিনি। কিছু ছাত্রীকে নতুন স্কার্ট কিনে পরে আসতে বলা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button