ইস্ট ইন্ডিয়ার বর্তমান মালিক কে ?

Eastইস্ট ইন্ডিয়া কোম্পানির বর্তমান মালিক কে, জানেন? সেই ইস্ট ইন্ডিয়া, ১৭০০ সালে যাদের হাত ধরে ব্রিটিশ শাসনের বীজ পোঁতা হয়েছিল ভারতবর্ষের মাটিতে। ১৮৫৭ সালে ব্রিটিশ রাজপরিবারের কাছে ক্ষমতা হস্তান্তরিত হলেও ভারতবাসীর পরাধীনতার শুরু কিন্তু ইস্ট ইন্ডিয়া ক্ষমতা দখলের পর থেকেই।
সেই কোম্পানিই এখন এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির নামে। ভারতীয় বংশোদ্ভূত সঞ্জীব মেহেতা ২০০৫ সালে ৩০ জন মালিকের কাছ থেকে ইস্ট ইন্ডিয়ার সমস্ত স্বত্ব কিনে নেন। কোম্পানি এখন লাক্সারি ফুড ব্র্যান্ডে পরিণত হয়েছে। তারারা বিক্রি করছেন কফি, চকোলেট, চা ইত‍্যাদি।
লন্ডনের মেফেয়ার অঞ্চলে এই কোম্পানির মালিক সঞ্জীব ইস্ট ইন্ডিয়ার প্রথম স্টোরটি খোলেন। এখন অবশ‍্য সারা পৃথিবীতেই এদের স্টোর রয়েছে। পাশাপাশি এরা সফলভাবে একটি ই–কমার্স ওয়েবসাইটও চালাচ্ছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button