ব্রিটেনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

UK Policeপ্যারিসে সন্ত্রাসী হামলার পর সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ব্রিটেন। অন্যদিকে সিরিয়া থেকে ব্রিটেনে ৪৫০ জঙ্গি ফিরে এসেছে বলে সন্ত্রাসী বিরোধী ইউনিট তথ্য প্রকাশ করেছে। বিভিন্ন স্টেশন, শপিং সেন্টার, গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে ইসলামিক স্টেটের পরবর্তী টার্গেট হতে পারে ব্রিটেন। ছদ্মবেশে সশস্ত্র পুলিশ কর্মকর্তারা ঘুরে বেড়াচ্ছেন আর তাদের সমর্থনে রয়েছে এলিট ফোর্স স্পেশাল রিকনেসাঁ রেজিমেন্ট। ইরাক ও সিরিয়া সংক্রান্ত ৬০০ সন্ত্রাসী মামলা পর্যালোচনা করে দেখছে স্কটল্যান্ড ইয়ার্ড।
নিরাপত্তা ও সন্ত্রাসবাদ বিরোধী কার্যালয়ের পরিচালক চার্লস ফার জানান, যেসব ব্রিটিশ ইরাক ও সিরিয়ায় গিয়ে লড়াই করতে পারেনি তাদেরকে ব্রিটেনে হামলায় উৎসাহিত করছে আইএস।
তিনি জানান, ৭৫০ জনের মত ব্রিটিশ নাগরিক সিরিয়ার গিয়েছিল। তাদের মধ্যে ৬০ ভাগই ফেরত এসেছে আর ৭০ জন ব্রিটিশ মারা গেছেন।
ফার জানান, যারা ফেরত আসছে তারা আরো বেশি ‘তরুণ’ হয়ে ফিরছে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, প্যারিসের মত একই হুমকি রয়েছে ব্রিটেনের।
ছদ্মবেশী পুলিশ কর্মকর্তারা ব্রিটেনের পাতালপথ ও রেল স্টেশনে উচ্চ সতর্কতাবস্থায় রয়েছেন। এর আগে ব্রিটিশ বংশোদ্ভূত জিহাদি জন ওরফে মোহাম্মদ ওমওয়াজি নামের আইএসের এক জল্লাদকে হত্যার দাবি করেছে পেন্টাগন। তার পরদিনই প্যারিসে ভয়াবহ হামলা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button