ফের আটকে গেল ওবামার অভিবাসন পরিকল্পনা

Obamaযুক্তরাষ্ট্রে ৫০ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনা আবারও আটকে গেছে আইনি বাধায়। ফেডারেল একটি আপিল আদালত ওবামার অভিবাসন পরিকল্পনার বিরুদ্ধে রায় দেয়ায় নতুন করে এ অচলাবস্থা সৃষ্টি হয়েছে। গত মে মাসে ওবামা প্রশাসনের অভিবাসন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ আটকে দিয়ে টেক্সাসের একটি আদালতের দেওয়া রায়ই গত সোমবার বহাল রাখে নিউ অর্লিন্সের ওই আপিল আদালত। আর এতেই ফের আটকে যায় ওবামার উদ্যোগ। আদালতের এ রায়ের কারণে ওবামার নির্বাহী আদেশে অভিবাসন পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনাও আরও স্তিমিত হয়ে পড়ল। এখন ওবামা প্রশাসনের সামনে একমাত্র বিকল্প সুপ্রিম কোর্টে আপিল করা। কিন্তু ওবামা ২০১৭ সালে বিদায় নেওয়ার আগে মার্কিন প্রশাসন এ আপিল করতে সক্ষম নাও হতে পারে বলে মনে করা হচ্ছে। রিপাবলিকানরা শুরু থেকেই ওবামার অভিবাসন পরিকল্পনার ঘোর বিরোধিতা করে আসছে। ২৬টি রাজ্যও এর সঙ্গে সুর মিলিয়েছে। রিপাবলিকান গভর্নর পরিচালিত রাজ্যগুলো বলে আসছে, সব ধরনের অবৈধ অভিবাসীকে বৈধ করে নেওয়ার উদ্যোগ নিয়ে ফেডারেল সরকার ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছে। কিন্তু প্রশাসন বলছে, অভিবাসীদের ব্যাপারে তারা তাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকারের আওতায়ই উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button