খ্রিস্টধর্মে দীক্ষিত হল রাজকুমারী

Prince Georgeব্রিটিশ রাজপরিবারের নতুন রাজকুমারী প্রিন্সেস শার্লটকে খ্রিস্টধর্মে দীক্ষিত করা হয়েছে। রোববার নরফোকে রানী দ্বিতীয় এলিজাবেথ এবং রাজপরিবারের প্রবীণ সদস্যরা রাজকুমারীর খ্রিস্টানকরণ অনুষ্ঠানে অংশ নেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার ভোর থেকে রানী এলিজাবেথের বাসভবনের সামনে রাজভক্তরা উপিস্থত হন। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারই প্রথমবারের মতো ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন দম্পতিকে দুই সন্তান প্রিন্স জর্জ ও প্রিন্সেস শার্লটকে একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়। অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যদের মধ্যে উইলিয়ামের বাবা প্রিন্স অব ওয়েলস চার্লস এবং কেটের বাবা-মা উপস্থিত ছিলেন। নরফোকের স্যনাড্রিংহামে সেন্ট মেরি ম্যাগডালেন গির্জায় খ্রিস্টানকরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ক্যান্টাবেরি আর্চবিশপ মোস্ট রেভারেন্ড জাস্টিন উইলবির নেতৃত্বে প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষা করেই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button