এশিয়া কাপ হকিতে ওমানের কাছেও হারল বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার কাছে ৯-০ গোলে বড় হারে নবম এশিয়া হকি কাপ শুরু হয়েছিল বাংলাদেশের। গতকাল দ্বিতীয় ম্যাচেও  হেরেছে বাংলাদেশ হকি দল। তবে শুধু গোল হজম করেই মাঠ ছাড়তে হয়নি নাভিদ আলম শিষ্যদের। চার গোল হজম করলেও দিয়েছে দুটি গোল। গতকাল মালয়েশিয়ার ইপোহতে ৪-২ গোলে হেরেছে বাংলাদেশ হকি দল। ‘বি’ গ্রুপে দক্ষিণ কোরিয়া, ভারত ও ওমানের সঙ্গে আছে বাংলাদেশ হকি দল। অন্তত ওমানের বিপক্ষে জয়ের একটা আশ্বাস দিয়ে রেখেছিল তারা। কিন্তু ওমানের কাছেও পরাজয়ের স্বাদ নিতে হলো জিমি-চয়নদের। ম্যাচের প্রথমার্ধে ১-০  গোলে এগিয়ে ছিল ওমান। বাকি গোল হয় দ্বিতীয়ার্ধে। দ্বিতীয়ার্ধে ওমান আরো তিনটি আর বাংলাদেশ দুটি গোল করে।  ৩-০ তে পিছিয়ে থেকে প্রতিপক্ষের জালে বল পাঠাতে সক্ষম হন রোমান সরকার। ৫৩ মিনিটে তার গোলে ৩-১ ব্যবধান হয় বাংলাদেশের। এরপর আরও একটি  গোল হজম করে ম্যাচ  শেষের দুই মিনিট আগে ব্যবধান কমান মামুনুর রহমান চয়ন। পেনাল্টি থেকে গোল করেন তিনি। গত দুই বছরে ওমানকে  দুই বার হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু চলতি এশিয়া কাপ হকিতে সেই ওমানের বিপক্ষেই গতকাল হেরেছে জিমি-চয়নরা। তাই ম্যাচ শেষে হতাশ বাংলাদেশ হকি দলের কোচ নাভিদ আলম। তবে পাকিস্তানী এ কোচ এখন শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচের জন্য অপেক্ষা করছেন। এশিয়া কাপ হকিতে ২৮ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের  মোকাবিলা করবে বাংলাদেশ।  গতকাল ম্যাচ শেষে কোচ নাভিদ আলম বলেন, ‘ওমানের বিপক্ষে বাংলাদেশের হার অবিশ্বাস্য। এর কোনো ব্যাখ্যা নেই। আসলে আক্রমণভাগের সিনিয়র খেলোয়াড়রা যেসব মিস করেছেন তা বলার মতো নয়। তাছাড়া পরিকল্পনা করা ও খেলোয়াড়দের দ্বারা তার বাস্তবায়ন- এক নয়। তারপরেও ভারতের বিপক্ষে শেষ ম্যাচের দিকে তাকিয়ে আছি আমি।’ ম্যাচ হারের পর বাংলাদেশ হকি দলের অধিনায়ক মামুনুর রহমান চয়ন বলেন, ‘আমরা  কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। আক্রমণভাগে সিনিয়র খেলোয়াড়দের ব্যর্থতা জুনিয়রদের হতাশ করেছে।  হকির বাইরের সমস্যা  কোন প্রভাব ফেলেছে কি না এমন প্রশ্নের জবাবে চয়ন বলেন, ‘না এমনটা নয়। আসলে আমরা  বেশি প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি। আমাদের এখানে আরো পাঁচ দিন আগে আসা উচিত ছিল। বড় দলের বিপক্ষেও  বেশি প্রস্তুতি ম্যাচ খেলতে হতো। তাহলে ফলাফল আরো ভালো হতো।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button