অনলাইন ছাড়া অন্য মিডিয়া থাকবে না

Mustafaসেদিন বেশি দূরে নয়, যখন প্রিন্ট ও ব্রডকাস্ট মিডিয়া রূপান্তর হয়ে অনলাইন মিডিয়া হবে। যখন প্রতিটি বাড়িতে ইন্টারনেট সংযোগ পৌঁছে যাবে, তখন অনলাইন মিডিয়া ছাড়া অন্য কোনো মিডিয়া থাকবে না।
রোববার সন্ধ্যায় রাজধানীন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে এ কথা বলেন আইটি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার। ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ বিজনেস জার্নালিস্ট সোসাইটির।
বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য অনলাইনে রূপান্তর হবে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিটি দেশে একজন দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন এবং বাংলাদেশের সেটি আছে। বাংলাদেশ এখন সারা বিশ্বের জন্য সফটওয়্যার বানাতে সক্ষম।’
বিশিষ্ট এ প্রযুক্তিবিদ আরো বলেন, ‘আমরা পেপারলেস গভমেন্ট দেখতে চাই। আমরা সচিবালয়ে কোনো ফাইল দেখতে চাই না। আমরা দেখতে চাই রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র ডিজিটালাইজড হয়েছে।’
এফবিসিসিআইয়ের পরিচালক শামীম আহসান বলেন, ‘আমাদের দেশের প্রেক্ষাপটে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াকে প্রচুর বিজ্ঞাপন দেয়া হলেও অনলাইন মিডিয়াগুলো এতটা বিজ্ঞাপন পাচ্ছে না। এটা অনলাইন মিডিয়ার জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে এটা নিশ্চিত যে আগামী দিনগুলোতে অনলাইন মিডিয়াই বলিষ্ঠ ভূমিকা রাখবে।’
আয়োজক সংগঠনের সভাপতি মাহমুদুল হক খান দুলালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সংসদ সদস্য মীর মুসতাক আহমেদ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি শেখ আহমেদ রশিদ মির্জা, সাধারণ সম্পাদক শামসুল হক ঢালী প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button