এলিয়েন খুঁজতে হকিংয়ের ১০০ মিলিয়ন ডলারের মিশন

stephenএলিয়েনদের খোঁজে ১০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রকল্প লঞ্চ করলেন ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিং। সিলিকন ভ্যালি টেকনোলজির বিনিয়োগ কর্তা মার্কিন বিলিওনেয়র পদার্থবিদ ইউরি মিলনের আর্থিক সহযোগিতায় লন্ডনের রয়্যাল সোসাইটিতে লঞ্চ হলো পৃথিবীর বাইরে বুদ্ধি বৃহত্তম খোঁজ।
৭৩ বছরের হকিং বলেন, আমরা বিশ্বাস করি পৃথিবীর বাইরেও প্রাণের স্বতঃস্ফূর্ত সঞ্চার ঘটেছে। তাই এই অসীম বিশ্বে অন্য কোনো বুদ্ধিমান প্রাণী হয়তো আমাদের গতিবিধি লক্ষ্য করছে। এখন সময় এসেছে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করার। আমরা জীবিত, আমরা বুদ্ধিমান, আমাদের অবশ্যই জানা উচিৎ। কেমব্রিজ ইউনিভার্সিটির অ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপক লর্ড মার্টিন রিজ জানান, পৃথিবীর বাইরে জীবন একুশ শতকের বিজ্ঞানের ইতিহাসে সবথেকে বড় খোঁজ।
ব্রেকথ্রু লিসেন ট্র্যাকের মাধ্যমে সিগনাল শুনে শুরু হয়েছে খোঁজ। মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার গ্রিন ব্যাঙ্ক টেলিস্কোপ, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের পার্কস টেলিস্কোপ পৃথিরীর কাছাকাছি ১,০০,০০০ নক্ষত্রে প্রাণের খোঁজ চালাবে। খোঁজ চলবে ছায়াপথেও। শোনা হবে ১০০টি ছায়াপথের বার্তা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button