সেলফি ব্যবহারে সাবধান হোন

selfieচারপাশের পরিস্থিতির দিকে না তাকিয়ে ইচ্ছামতো সেলফি তোলার আগে সাবধান! এতে আপনার প্রাণহানি হতে পারে। রাশিয়ার পথঘাট এ রকম পোস্টারে ছেয়ে গেছে। ছবিগুলো লাগিয়েছে পুলিশ। কারণ, চলতি বছর সেলফি তুলতে গিয়ে দেশটিতে অন্তত ১০ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন শতাধিক। এদের মধ্যে কেউ ব্রিজে উঠতে গিয়ে, কেউ হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি তুলতে গিয়েছিলেন। এ রকম ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় এর বিরুদ্ধেই নাগরিকদের সচেতন করতে পুলিশ ক্যাম্পেইন শুরু করেছে। তারাই ধারাবাহিকতায় সেলফিসহ ছবি ছাপানো পোস্টারে ছেয়ে ফেলা হয়েছে সে দেশের রাস্তাঘাট। যেখানে দেখানো হয়েছে, যেখানে-সেখানে সেলফি তুলতে গেলে কী কী বিপদ ঘটতে পারে। এ রকমই একটি পোস্টারে বলা হয়েছে, ‘আগ্নেয়াস্ত্রের সঙ্গে সেলফি তুললেই কিন্তু বিপদ’। এখন প্রশ্ন, কেন এই পোস্টার? পুলিশ জানাচ্ছে, সম্প্রতি মস্কোয় ২১ বছরের এক তরুণী হাতে পিস্তল নিয়ে সেলফি তুলতে গিয়ে গুলিতে আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এখানেই শেষ নয়, চলতি বছরই সে দেশে দুই যুবক হাতে গ্রেনেড নিয়ে সেলফি তুলতে গিয়ে বিস্ফোরণে মারা যান। মৃত্যুর সময় মোবাইল ফোনটি ক্যামেরা মোডে থাকায় গোটা ঘটনাই রেকর্ড হয়ে গেছে। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশে সেলফি-প্রেমীদের সংখ্যা ও ছবি তোলার প্রবণতা ক্রমাগত বাড়তে থাকায় প্রশাসন উদ্বিগ্ন হয়ে পড়েছে। আর চলতি বছরের শুরু থেকে রাশিয়ায় সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা বেড়েই চলেছে। তাই প্রশাসনের পক্ষ থেকে রাস্তাঘাটে পোস্টার লাগিয়ে সচেতনতা বাড়ানোর পন্থা অবলম্বন করা হয়েছে। পুলিশ মাইকে প্রচার করছে, ‘সেলফি তোলার আগে চারপাশে নজর রাখুন। মাঝরাস্তায় সেলফি তুলবেন না।’ রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশঙ্কা, ‘লাইক’ পাওয়ার প্রবণতা মানুষের মধ্যে এত বেড়ে গেছে যে, প্রতিকূল পরিস্থিতিতেও মানুষ ছবি তুলে বাহ্বা পেতে চাইছে। কিন্তু তাদের মাথায় রাখতে হবে এই প্রবণতা মৃত্যুও ডেকে আনতে পারে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button