ডিএসইতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ২৭ শতাংশ

DSEদেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল অর্থবছরে বিদেশি বিনিয়োগের পরিমাণ বেড়েছে ২৭ দশমিক ২০ শতাংশ বেড়েছে। গেল ২০১৪-১৫ অর্থবছরে ডিএসইতে বিদেশি লেনদেনের পরিমাণ ছিল ৬ হাজার ৯৯১ কোটি ৩০ লাখ টাকা। অপর দিকে, ২০১৩-১৪ অর্থবছরে লেনদেনের এ পরিমাণ ছিল ৫ হাজার ৮৯ কোটি ৫৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ সব তথ্য পাওয়া গেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন—গেল বছরে বাজারে অনেক কোম্পানির শেয়ারদর কম থাকায় বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল বেশি। এ জন্য, বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে। এ ছাড়া, দেশের শেয়ারবাজারে নানা ধরনের সংস্কারমূলক কার্যক্রমের ফলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও বেড়েছে। তাই নতুন অনেক বিনিয়োগকারী বাজার সম্পর্কে আগ্রহী হচ্ছেন। এ জন্য বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনও বাড়ছে।
ডিএসই জানিয়েছে—২০১৪-১৫ অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার ক্রয়-বিক্রয়ের মাধ্যমে মোট লেনদেন করেছেন ৬ হাজার ৯৯১ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে শেয়ার ক্রয়ের পরিমাণ ৪ হাজার ১৪৫ কোটি ৫৬ লাখ ৭৬ হাজার ১৫৫ টাকা। বিপরীতে ২ হাজার ৮৪৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে। বিক্রয়ের তুলনায় ক্রয়ের পরিমাণ ১ হাজার ২৯৯ কোটি ৮৩ লাখ টাকা বেশি। আর ২০১৩-১৪ অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীরা মোট লেনদেন ছিল ৫ হাজার ৮৯ কোটি ৫৯ লাখ টাকার। এর মধ্যে ক্রয়ের পরিমাণ ছিল ৩ হাজার ৭৯১ কোটি ৬৩ লাখ টাকা। অপর দিকে, বিক্রয়ের পরিমাণ ছিল ১ হাজার ২৯৭ কোটি ৯৫ লক্ষ ৮৩ হাজার ৬১১ টাকা। বিক্রয়ের তুলনায় ২ হাজার ৪৯৩ কোটি ৬৭ লাখ টাকার বেশি শেয়ার ক্রয় করেছিলেন বিদেশি বিনিয়োগকারীরা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button