শুক্রবার ‘শহীদ দিবস’ পালন করবে মুরসি সমর্থকরা

Mursiমিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসির সমর্থকরা আগামী শুক্রবারকে ‘শহীদ দিবস’ ঘোষণা করে ওই দিন রাজধানী কায়রোসহ সারাদেশে বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে। মুহাম্মাদ মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের জন্য জোরালো দাবি জানানো হবে এ বিক্ষোভ থেকে।
‘ন্যাশনাল কোয়ালিশন টু সাপোর্ট লেজিটিমেসি’ নামে একটি সংগঠন বলেছে, “সামরিক অভ্যুত্থানকারীদের পরাজিত না করা পর্যন্ত আমরা রাজপথে অবিচল থাকব।”
প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে গত ৩ জুলাই সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর মিশর মারাত্মক রাজনৈতিক সঙ্কটের মধ্যে পড়েছে। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে দেশটির প্রধান রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিন ও তাদের সমর্থকরা প্রতিবাদ-বিক্ষোভ করে আসছে। এর বিপরীতে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার ব্যাপক হত্যাযজ্ঞ ও দমন-পীড়ন চালাচ্ছে। এ ছাড়া, ইখওয়ানের হাজার হাজার কর্মী, সমর্থক ও নেতাকে গ্রেফতার করা হয়েছে। এমনকি দেশটিতে বোরকা পরা ও দাড়িওয়ালা নারী-পুরুষকে ইখওয়ান সমর্থক আখ্যা দিয়ে আটক  ও হয়রানি করা হচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button