অভিবাসীদের জন্য তুরস্কের ১ মিলিয়ন ডলার অনুদান

Ahmed Datuদক্ষিণ এশিয়ার বিভিন্ন সাগরে ভাসমান এবং উদ্ধার হওয়া কয়েক হাজার রোহিঙ্গা মুসিলম এবং বাংলাদেশি অভিবাসীর জন্য এক মিলিয়ন ডলার (প্রায় ৮০ কোটি টাকা) অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক সরকার। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী আহমদ দাভুতুগ্লু জানিয়েছিলেন, ভাসমান অভিবাসীদের উদ্ধারে একটি সামরিক জাহাজ ইতোমধ্যে রওয়ানা দিয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সাথে সমন্বয়ের মাধ্যমে উদ্ধার অভিযান চালানো হবে।
এদিকে ঘোষিত অনুদানও আইওএমের মাধ্যমে খরচ করা হবে বলে জানানো হয়েছে।
তুরস্কই প্রথম এই ইস্যুতে আর্থিক অনুদানের ঘোষণা দিল। এর আগে প্রায় দুই সপ্তাহ ধরে নীরব থেকে আন্তর্জাতিক চাপের মুখে বুধবার ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া সরকার সাত হাজার অভিবাসীকে এক বছরের জন্য আশ্রয় দিতে রাজি হয়।
একই সময়ে রোহিঙ্গাদের দেশ থেকে তাড়িয়ে দেয়া মিয়ানমারও ‘মানবিক সহায়তা’ করতে ইচ্ছা প্রকাশ করে। এর আগে ফিলিপাইন একই রকম ইচ্ছার কথা জানিয়েছিল।
এ পর্যন্ত সাড়ে তিন হাজারের মতো ভাসমান অভিবাসী ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন। মানবাধিকার সংস্থাগুলোর ধারণা, এখনো চার হাজারের মতো মানুষ ভাসমান আছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button