ব্রাজিল বিশ্বকাপের টিকেট বিক্রি শুরু

WCব্রাজিলে বিশ্বকাপ ফুটবল ২০১৪-এর টিকেট বিক্রি শুরু হয়েছে। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওয়েবসাইট থেকে টিকেট কেনা যাবে। পুরো টুর্নামেন্টের জন্য ফিফা মোট ৩৩ লাখ টিকেট ছাড়বে। ফিফার কর্মকর্তারা মনে করছেন ২০০৬ সালে জার্মানিতে বিশ্বকাপের সময় টিকেটের যে চাহিদা দেখা গিয়েছিল, এবারো তেমনটা হতে পারে। জার্মানিতে বিশ্বকাপের সময় প্রতি টিকেটের জন্য সাতজন করে আবেদন করেছিলেন। প্রথম রাউন্ডের ম্যাচগুলোর জন্য টিকেট প্রতি দাম ধরা হয়েছে ৯০ ডলার। রিও ডি জেনিরোর ম্যারাকানা স্টেডিয়ামে ফাইনালের টিকেটের দাম ৯৯০ ডলার নির্ধারণ করা হয়েছে। ১০ই অক্টোবর ২০১৩-এর সময়সীমার মধ্যে যেসব আবেদন জমা পড়বে, তখন আসনের অতিরিক্ত চাহিদা থাকলে লটারি করে টিকেট দেয়া হবে। ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে বাকি টিকেটের বিক্রি ৫ই নভেম্বর থেকে শুরু হবে। বিশ্বকাপ ২০১৪ শুরু হবে ১২ জুন। সাও পাওলোতে প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক দেশ। সূত্র : বিবিসি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button