পলাশ পল্লীতে মালয়েশিয়ার ড্রাগনের বাণিজ্যিক ফলন

Malaysiaমালয়েশিয়ার জনপ্রিয় সুস্বাদু ও পুষ্টিকর বিরল প্রজাতির ড্রাগন ফল কুমিল্লার দেবিদ্বার উপজেলার ব্যবসায়ী পিএম শহীদুল্লাহ পলাশের ‘পলাশ পল্লীতে’ পরীক্ষামূলক আবাদে ব্যাপক সফলতা পেয়েছে। এ মাটিতে ড্রাগনের বাণিজ্যিকভাবে ফলনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। জানা যায়, দেবিদ্বার উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুল বাতেন ভুঁইয়ার সহয়তায় ও পরিচর্যায় ২০০১ সালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সাইলচর এলাকায় অবস্থিত পলাশ পল্লীতে ১০০ একর জমিতে ড্রাগন ফলসহ বিভিন্ন রকমের বনজ, ফলদ ও সবজির আবাদ করা হয়। এর মধ্যে পরীক্ষামূলকভাবে পাকা খুঁটি দিয়ে ৩০টি ড্রাগন ফলের কলম রোপণ করা হয়। দুই বছরে নিবিড় পরিচর্যার মাধ্যমে বেড়ে ওঠা বেস কয়েকটি গাছে লাল রঙের ড্রাগন ফল হয়েছে। এ দৃষ্টিনন্দন ফুলে-ফলে ভরা পলাশ পল্লীতে ড্রাগন ফলকে দেখতে বিকালে ছুটে আসেন অসংখ্য দর্শনার্থী। এ ব্যাপারে দেবিদ্বার উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুল বাতেন ভুঁইয়া জানান, বিরল প্রজাতির এ ড্রাগন ফল দেবিদ্বারের মাটিতে অল্প পুঁজিতে আবাদ করা সম্ভব এবং বাণিজ্যিকভাবে এ আবাদে ব্যাপক ফলনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button