ডায়ানার মৃত্যুর নতুন তথ্য নিয়ে স্কটল্যান্ড ইয়ার্ডের ভাষ্য

Scotland yardগত শনিবার ব্রিটিশ পুলিশ জানিয়েছে, প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার মৃত্যুর ব্যাপারে তারা যে নতুন তথ্য পেয়েছে সে ব্যাপারটি পরীক্ষা করে দেখছে তারা। উল্লেখ্য, ওই নতুন তথ্য বা দাবিতে বলা হয়েছে যে, ১৯৯৭ সালে প্যারিসে নিছক এক সড়ক দুর্ঘটনায় মারা যাননি ডায়ানা। ওটি ছিলো আসলে এক হত্যাকাণ্ড। আর এতে জড়িত ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর এক সদস্য। স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ হেডকোয়াটার্স জানিয়েছে, রাজকন্যা ও তার ছেলেবন্ধু দোদি আল ফায়েদের মৃত্যুর ব্যাপারে অতি সম্প্রতি তারা যে তথ্য পেয়েছে সে তথ্যের গ্রহণযোগ্যতার ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে তারা। উল্লেখ্য, গাড়িচালক হেনরি পলসহ ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসের এক আন্ডারপাসে মর্মান্তিক এক দুর্ঘটনায় মারা যান ডায়ানা আর দোদি।সেনাবাহিনীর দেয়া এক তথ্যের উল্লেখ করে ব্রিটেনের অভ্যন্তরীণ প্রেস অ্যাসোসিয়েশন নিউজ এজেন্সি জানায়, তারা বুঝতে পেরেছে যে, অভিযোগটি এক প্রাক্তন সেনার সাবেক শ্বশুর-শাশুড়ি তাদের জামাইয়ের অতীতে বলা উক্তি বা কথার ভিত্তিতে তৈরি করেছেন।পিএ এবং স্কাই নিউজ টেলিভিশন জানিয়েছে, অভিযোগটি স্কটল্যান্ড ইয়ার্ডে পাঠিয়েছে রয়্যাল মিলিটারি পুলিশ। ওদিকে স্কটল্যান্ড ইয়ার্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘ওই মৃত্যুগুলোর ব্যাপারে সম্প্রতি পাওয়া তথ্য পর্যবেক্ষণ এবং এর যোগসূত্রতা ও গ্রহণযোগ্যতা যাচাই-বাছাই করে দেখছে মেট্রোপলিটন পুলিশ সার্ভিস। যাচাই-বাছাই করবেন স্পেশালিষ্ট ক্রাইম অ্যান্ড অপারেশনস কমান্ড-এর কর্মকর্তারা।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এই অভিযোগনামা কোনো পুনঃতদন্তের রিপোর্ট নয়। কাজেই এটি অপারেশনের আওতায় আসবে না।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button