ব্রিটেনে ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনা আরও বাড়ছে

UK Electionব্রিটেনে ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনা আরও বাড়ছে। সর্বশেষ জরিপে দেখা গেছে, লেবার পার্টির জনপ্রিয়তা ২ পয়েন্ট বেড়েছে। তবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য এই বৃদ্ধি যথেষ্ট নয়। এককভাবে সরকার গঠনের যোগ্যতা অর্জন করতে হলে তাদের সম্ভাব্য প্রাপ্ত আসনসংখ্যা আরও কমপক্ষে ২০টি বাড়তে হবে। ৭ এপ্রিল প্রকাশিত ইউগভ/দ্য সান-এর জরিপের তথ্য বিশ্লেষণ করে এ কথা বলা হয়েছে।
অবশ্য ব্রিটেনের ভাবি শাসক কারা হতে যাচ্ছে, সেটার পরিমাপক বলা যাবে না এই জরিপকে। এর মধ্যে ভোটারদের মতামতকে প্রভাবিত করার মতো আরও ঘটনা ঘটতে পারে। বিশেষ করে বাজার, দ্রব্যমূল্য, আর্থিক সাবলীলতাসহ আরও অনেক কিছু পরিবর্তনের নিয়ামক হতে পারে। বেটফেয়ারভিত্তিক জরিপের ফল অনুযায়ী প্রাপ্ত্য আসনসংখ্যা হলো :কনজারভেটিভস ২৮০, লেবার পার্টি ২৬৯, লিবারেল ডেমোক্র্যাট ৩৩, ইউকিপ ৩, এসএনপি ৪১, অন্যান্য ২৪। ব্রিটেনের সংসদে আসনসংখ্যা ৬৫০। সরকার গঠন করতে হলে একটি দলকে কমপক্ষে ৩২৬ আসনে জয়ী হতে হবে। বর্তমান অবস্থায় যা বোঝা যাচ্ছে, তাতে রক্ষণশীল টোরি কিংবা লেবার পার্টির পক্ষে কাঙ্ক্ষিত সংখ্যক আসন পাওয়া সম্ভব হবে বলে মনে হয় না। সে ক্ষেত্রে দুটি দলকেই সরকার গঠন করতে হলে ছোট দলগুলোর সাহায্য নিতেই হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button