মহাকাশ ভ্রমণের ৬৪০ সিট বিক্রি!

spaceওই যে অসীম আকাশ দেখা যায়, ওখানে কী আছে…? এমন প্রশ্ন ঘুরপাক খায় প্রায় সবার মনেই। কিন্তু সেখানে গিয়ে দেখার ভাগ্য ক’জনের হয়েছে বা হবে? তবে মহাকাশ ভ্রমণের ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাক্টিকের সহযোগিতায় ধনকুবেররা এই সুযোগ পেতে যাচ্ছেন শিগগির।
প্রতিষ্ঠানটির বাণিজ্য শাখার পরিচালক স্টিফেন অ্যাটেনবোরাফের উদ্ধৃতি দিয়ে একটি মা‍র্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, আগামী বছরের শুরুর দিকেও মহাকাশে যাত্রা করা সম্ভব হবে কিনা তা এখনও অস্পষ্ট। তারপরও আড়াই লাখ মার্কিন ডলার দামের ৬৪০টি সিট বিক্রি হয়ে গেছে ইতোমধ্যে।
প্রতিষ্ঠানটি বলছে, উৎসাহী অনেক ধনকুবেরের কাছে আড়াই লাখ মার্কিন ডলার তুচ্ছ হলেও নিজের বাড়িকে দ্বিতীয় দফা বন্ধক রেখে মহাশূন্য ভ্রমণের টিকিট কিনেছেন এমন রহস্যপ্রেমী লোকের সংখ্যাও কম নয়।
আগামী বছরের মধ্যভাগ অথবা শেষ দিকে স্পেসশিপ-২ (এসএস২) নামের একটি নভোযানে মহাকাশ ভ্রমণের এ বাণিজ্যিক যাত্রা শুরু হচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button