বাংলাদেশ স্বল্পোন্নত দেশসমূহের সমন্বয়কারী মনোনীত

WTOবিশ্ববাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) স্বল্পোন্নত দেশসমূহ (এলডিসি) বাংলাদেশকে ২০১৫ সালের জন্য সমন্বয়কারী মনোনীত করেছে। ১৯৯৫ সালে এলডিসি প্রতিষ্ঠার পর বাংলাদেশ কয়েকবার এ সমন্বয়কারীর দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছে। খবর বাসসের।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে প্রথমবারের মতো সমন্বয়কারীর দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশ। তৎকালীন শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নেতৃত্বে সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রথম ডব্লিউটিও মিনিস্টিরিয়াল কনফারেন্সে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধাসহ বিভিন্ন ইস্যুতে দাবি জোরালোভাবে উত্থাপন করে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশ। এজন্য তোফায়েল আহমেদ এলডিসিভুক্ত দেশগুলোর কাছে অনেক প্রশংসা অর্জন করেছেন। মূলত তখন থেকেই বাংলাদেশ এলডিসি গ্রুপে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের জন্য বাংলাদেশকে এলডিসিভুক্ত দেশগুলোর সমন্বয়কারী মনোনীত করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button