হিমালয়ের চেয়েও নিম্ন তাপমাত্রা ব্রিটেনে !

UKগত তিন বছরের মধ্যে ব্রিটেন সবচেয়ে নিম্ন তাপমাত্রার রাত অতিক্রম করবে আজ রবিবার। আজ রাতে ব্রিটেনের তাপামাত্রা হিমালয়ের তাপমাত্রার চেয়েও নিচে- মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে বলে পূর্বাভাসে জানিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা। আর এই রাতের পরবর্তী কয়েক সপ্তাহধরে তুষারপাত এবং পানি জমে বরফ হওয়ার মতো বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে ব্রিটেনের জন্য।
ফলে আজ রবিবার থেকেই প্রায় পুরো ব্রিটেনজুড়েই হলুদ আবহাওয়া সতর্কবার্তা জারি করা হয়েছে। মোটরযান চালকদের এই বলে সতর্ক করা হয়েছে যে, সপ্তাহের শেষ কয়দিন বরফজমাট তাপমাত্রার কারণে অফিস গমন ও ছুটি শেষে বাড়ি ফেরার সময় রাস্তাঘাটে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।
পুলিশ জানিয়েছে, শুধু ডেভন এবং কর্নওয়েলেই রবিবার সকালে ২১টি সড়ক দুর্ঘটনা সামলাতে হয়েছে তাদের।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button