মুক্তি পেল ‘দ্য ইন্টারভিউ’

Interviewঅবশেষে যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘দ্য ইন্টারভিউ’। দেশটির কয়েকটি সিনেমা হলে ও অনলাইনে এটি মুক্তি দেয়া হয়। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সিনেমা হলে বুধবার রাতে দেখানো হয়। এছাড়া শুধু যুক্তরাষ্ট্রেই ইউটিউব ও প্লে  এবং মাইক্রোসফটের এক্সবক্স ভিডিও প্লাটফর্মের মাধ্যমে চলচ্চিত্রটি দেখা যাবে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে গুপ্তহত্যার পরিকল্পনার কাহিনী নিয়ে হাস্যরসাত্মক চলচ্চিত্র ‘দ্য ইন্টারভিউ’।
গত ২২ নভেম্বর সনির কম্পিউটার সিস্টেম হ্যাক করে ছবিটির চিত্রনাট্যসহ বেশ কিছু তথ্য চুরি যায়। ওই সময় হ্যাকাররা হুমকি দেয়, ছবিটি মুক্তি দেওয়া সন্ত্রাসী হামলার চালানো হবে। এ প্রোপটে ছবিটি মুক্তির সিদ্ধান্ত স্থগিত করেছিল নির্মাতা প্রতিষ্ঠান সনি।
ঐ সাইবার হামলার পেছনে উত্তর কোরিয়ার হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। কিন্তু এ অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া। এছাড়া সনিতে এ সাইবার হামলার জবাব দেয়ারও হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। এর কিছুদিন পরেই উত্তর কোরিয়ায় ইন্টারনেট সংযোগ দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button