পরমাণু অস্ত্র কমাচ্ছে ব্রিটেন, প্রতি বছর ধ্বংস হবে ৩টি ওয়ারহেড

Nuclear UKব্রিটেন ধীরে ধীরে পরমাণু অস্ত্র কমানোর কর্মসূচি হাতে নিয়েছে। পরিকল্পনা অনুসারে দেশটি প্রতি বছর তিনটি করে পরমাণু ওয়ারহেড ধ্বংস করবে এবং ২০২০-এর দশকের মধ্যে ২২৫টি ওয়ারহেড থেকে  কমিয়ে ১৮০টিতে আনা হবে।
১৯৯৮ সালে ব্রিটেন পরমাণু ওয়ারহেড কমানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল তার আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আর ব্রিটেনের নিউকওয়াচ নামে একটি সংস্থা ও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।নিউকওয়াচ জানিয়েছে, ব্রিটিশ সামরিক বহরের চলাচলই বলে দিচ্ছে যে, স্কটল্যান্ডের পরমাণু অস্ত্রাগার থেকে আণবিক অস্ত্র স্থাপনায় ওয়ারহেড পাঠানো হচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যেসব পরমাণু অস্ত্রের প্রয়োজন বা কার্যকারিতা নেই সেসব ওয়ারহেড স্কটল্যান্ড থেকে রাজকীয় নৌবাহিনীর কাউলপোর্ট অস্ত্রাগারে নেয়া হচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button