ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ

Peopleঈদ উদযাপন শেষে কর্মব্যস্ত মানুষ আবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন। সরকারি ছুটি কম ও জামায়াতের ডাকা হরতালের কারণে এবার একটু আগেই পরিবার নিয়ে ফিরছেন কর্মজীবীরা।  বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের ছুটি ছিল বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত। তাই রোববার সকাল থেকেই কর্মব্যস্ত হয়ে উঠছে সরকারি-বেসরকারি বেশির ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে ১৩ ও ১৪ই আগস্ট জামায়াতের ডাকা হরতালের কারণে আজ ভোর থেকেই রাজধানী প্রবেশ পথে মানুষের ভিড় দেখা গেছে। দূরপাল্লার বিভিন্ন বাসের চালক ও সুপারভাইজাররা জানান, ছুটি শেষ হয়ে যাওয়া এবং হরতালের কারণে অধিকাংশ মানুষ শনিবার থেকেই ফিরতে শুরু করেছেন। তবে রাস্তা একদম ফাঁকা থাকায়  বেশ স্বস্তি অনুভব করছেন সবাই। সিলেট থেকে রাত সাড়ে ১০টায় শ্যামলী পরিবহনে রওনা দেন মোহাম্মদ শাহাদাৎ হোসেন। তিনি বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করায় ঈদে ছুটি ছিল আরও দু’দিন। কিন্তু হরতালের কারণে পরিবার নিয়ে আগেই ফিরে আসতে হলো। তিনি আরও বলেন, রাস্তা ফাঁকা থাকায় সোয়া ৪টার দিকে ঢাকায় পৌঁছে গেছি। বগুড়া থেকে ছেড়ে আসা গ্রিন লাইনের যাত্রী ঢাকা কলেজের ভূগোল বিভাগের ২য় বর্ষের ছাত্র হাসিবুল ইসলাম ভোর সাড়ে ৪টায় মালিবাগ পৌঁছান। তিনি বলেন, বগুড়া বড়গলায় পরিবারের সঙ্গে ঈদ করতে গিয়েছিলাম। কলেজ বন্ধ। তারপরও হরতালের পাশাপাশি ঈদের পরে কঠোর আন্দোলনের কথা শুনে বাড়ি থেকে আগেই ফিরে আসতে হলো। রাজশাহী থেকে ছেড়ে আসা কেয়া পরিবহনের সুপারভাইজার শুভ বলেন, এবারের ঈদে মানুষের কেবল ভোগান্তিই বেড়েছে। ছুটি কম হওয়ায় অনেকে তাড়াতাড়ি এসেছেন আবার অনেকে হরতালের কারণে চলে আসতে বাধ্য হয়েছেন। এজন্য সকাল থেকে কেবল ভিড়  বাড়ছে রাজধানীর সব বাস স্টপেজ, সদরঘাট টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশনে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button