অবশেষে শপথ নিলেন এরশাদ

Ershadঅনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শপথ নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে হাসপাতালে থেকে রংপুর-৩ আসন থেকে নির্বাচিত হওয়া দশম সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন তিনি।
শনিবার দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় আওয়ামী লীগের নাজমুল আহসান পাপন ও জাতীয় পার্টির নাসিম ওসমানও শপথ নেন।
শপথ নেয়ার আগে জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ স্পিকারের কক্ষে ঢোকার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
এর আগে বৃহস্পতিবার একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির বিজয়ী সংসদ সদস্যরা শপথ গ্রহণ করলেও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ শপথ নেননি।
এ ছাড়া বৃহস্পতিবার দেশের বাইরে থাকায় শপথ নিতে পারেননি আওয়ামী লীগের নামজুল আহসান পাপন, সাবের হোসেন চৌধুরী, জাতীয় পার্টির নাসিম ওসমান এবং জাসদের মঈনুদ্দিন খান বাদল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button