ইরাকে বিমান হামলার পক্ষে ব্রিটিশ পার্লামেন্টে ভোট

UKইরাকে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলার পক্ষে ভোট দিয়েছে ব্রিটেনের পার্লামেন্ট। শুক্রবার হাউজ অব কমন্সে এ প্রশ্নে ভোটাভুটিতে বেশিরভাগ এমপি সামরিক অভিযানের পক্ষে ভোট দেন। এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৫২৪টি, বিপক্ষে ৪৩টি। ব্রিটেনের তিনটি বড় দলই এই প্রস্তাব সমর্থন করে।
পার্লামেন্টে এ প্রশ্নে বিতর্কে অংশ নিয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, আইএস যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই বহু বছর ধরে চলতে পারে। তিনি বলেন, যদি এদের প্রতিরোধ করা না হয়, ভূমধ্যসাগরের তীরে সন্ত্রাসবাদীদের খেলাফতের বিপদ মোকাবেলা করতে হবে গোটা বিশ্বকে।
বিবিসির একজন সংবাদদাতা বলছেন, প্রধানমন্ত্ ডেভিড ক্যামেরন এই প্রস্তাব ভোটে পাশ হওয়ার ব্যাপারে অনেকটাই নিশ্চিত ছিলেন। কিন্তু তার জন্য বড় চ্যালেঞ্জ হবে এই সামরিক অভিযানের পক্ষে দীর্ঘমেয়াদে সমর্থন ধরে রাখা। ইরাকে ইসলামিক স্টেট যোদ্ধাদের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এই অভিযান অনেক দীর্ঘস্থায়ী হতে পারে বলে মনে করা হচ্ছে।
ডেনমার্ক এবং বেলজিয়ামও এই অভিযানে অংশগ্রহণের পক্ষে সিদ্ধান্ত নিয়েছে।
তবে ইউরোপের দেশগুলো কেবল ইরাকেই তাদের অভিযান সীমাবদ্ধ রাখতে চায়। কোনো দেশেই সিরিয়ায় এই অভিযান সম্প্রসারণের পক্ষে নয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button