ব্রিটেন থেকে প্রত্যাহার হচ্ছে বিনিয়োগ

UKস্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠানের দিন যতই ঘনিয়ে আসছে ব্রিটেনের সামনে ততই অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে। স্কটল্যান্ডের সম্ভাব্য স্বাধীনতাকে কেন্দ্র করে এরইমধ্যে ব্রিটেন থেকে বিনিয়োগ সরিয়ে নিতে শুরু করেছে বিনিয়োগকারীরা।
শুধু আগস্ট মাসেই দেশটি থেকে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ তুলে নিয়েছেন দু হাজার সাতশ’ কোটি ডলার। এ রিপোর্ট দিয়েছে লন্ডনভিত্তিক ক্রস বর্ডার ক্যাপিটাল নামের একটি সংগঠন। ২০০৮ সালে অর্থনৈতিক মন্দায় পড়ার পর এটাই হচ্ছে ব্রিটেনের জন্য সবচেয়ে বড় অর্থনৈতিক নেতিবাচক প্রবাহ। এ থেকে ধারণা করা হচ্ছে- ব্রিটেন বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখে পড়তে যাচ্ছে।
ক্রস বর্ডার ক্যাপিটালের ব্যবস্থা পরিচালক মাইকেল হাওয়েল বলেছেন, আগস্ট মাসে ব্রিটেনের বিনিয়োগ বাজার থেকে পাউন্ড-স্টার্লিং প্রত্যাহারের গতি বেড়েছে এবং স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে বিনিয়োগ প্রত্যহারের বিষয়টি নিয়ে নতুন করে চিন্তা করতে শুরু করেছেন বিনিয়োগকারীরা।
চলতি সপ্তাহের প্রথম দিকে প্রকাশিত এক জনমত জরিপে দেখা যায়- শতকরা ৫১ ভাগ মানুষ স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে ভোট দিতে প্রস্তুত। আগামী ১৮ সেপ্টেম্বর এ গণভোট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button