লন্ডনে হেলিকপ্টারে চড়ে শূটিং করলেন মিম
তানিয়া আহমেদের পরিচালনাধীন ‘গুডমর্নিং’ সিনেমার শূটিং এখন চলছে লন্ডনে। সিনেমাটিতে চরিত্রের প্রয়োজনে হেলিকপ্টারে চড়তে হয়েছে নায়িকা মিমকে। এর আগে মিম ট্রাম্পকার্ড নামে একটি টেলিফিল্মে প্রথমবারের মতো হেলিকপ্টারে চড়ে শূটিং করেছিলেন। এবার চলচ্চিত্রের শূটিং করলেন। হেলিকপ্টারে চড়ে শূটিংয়ের এ দৃশ্য মিম তার ফেইসবুকে আপলোড করেন।উল্লেখ্য, সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন রায়হান খান। গানের সুর ও সংগীত পরিচালনা করছেন এসআই টুটুল। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মীর সাব্বির, তারিক আনাম খান, তানজিকা, আসিফ, মিশু সাব্বির, ইরফান সাজ্জাদ প্রমুখ। লন্ডনে সিনেমাটির একটানা ২০ দিন শূটিং হবে।



