ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন গোলাম আযম

Gulam Azomএকাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযম।
সোমবার দুপুরে গোলাম আযমের পক্ষে ৯৫ পৃষ্ঠার আপিল করেন অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদিন তুহিন। আপিলে ১০৯টি যুক্তি উপস্থাপন করেছে আসামিপক্ষ। গোলাম আযমের আইনজীবী তাজুল ইসলাম জানান, দণ্ডাদেশ থেকে অব্যাহতি চেয়ে আপিল করা হয়েছে।
গত ১৫ জুলাই অধ্যাপক গোলাম আযমকে পাঁচটি অভিযোগে ৯০ বছরের কারাদণ্ড দেয় বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মানবতাবিরোধী অপরাধে গোলাম আযমের বিরুদ্ধে ৫ ধরনের ৬১টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। পাঁচ ধরনের অভিযোগেই তার ভিন্ন ভিন্ন সাজা হয়। সব মিলিয়ে তাকে ৯০ বছরের কারাদণ্ড দেয়া হয়। বার্ধক্যজনিত কারণে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button