সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র অভিষেক ও এচিভমেন্ট এওয়ার্ড অনুষ্ঠিত
জাঁকজমক আয়োজনে গত ১৬ই সেপ্টেম্বর হাউস অফ কমন্সে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে‘র অভিষেক অনুষ্ঠান ও এচিভমেন্ট এওয়ার্ড অনুষ্টিত হয়েছে। প্রায় দুই শতাধিক অতিথির উপস্থিতিতে সুনামগঞ্জ বাসীর মিলন মেলায় পরিনত হয়। সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি আবদুল ওয়াদুদ লতিফির পবিত্র কোরআন তেলাওয়াত এবং ব্যারিস্টার শাহ্ মিসবাহুর রহমানের অনুবাদের মধ্য দিয়ে সভার সুচনা হয়। সংগঠনের সভাপতি শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ আবুল লেইচের সভাপতিত্বে মিনারা উদ্দীন মেঘনা এবং সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ছানাওর আলী কয়েছ ও ব্যারিষটার শাহ মিসবাহুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপলার ও লাইম হাউসের এম পি আফসানা বেগম।
অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনের ৮১ সদস্য বিশিষ্ট কমিটিকে স্বাগত জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ আবুল লেইছ, পপলার ও লাইম হাউসের এম পি আফসানা বেগম, বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম, অধ্যক্ষ মোঃ ছানাওর আলী কয়েছ, কাউন্সিলর ভিপি ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ শায়েখ মিয়া, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর পক্ষে বক্তব্য রাখেন ডেপুটি সিভিক মেয়র (ক্রয়ডন)কাউন্সিলর মোহাম্মদ ইসলাম, কাউন্সিলর হুমায়ুন কবির,কাউন্সিলর মাহফুজ ফারুক,কাউন্সিলর সৈয়দ শেয়খুল ইসলাম, কাউন্সিলর বদরুল চৌধুরী,ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্টের সভাপতি শিল্পপতি আলহাজ্ব জামাল উদ্দিন মকদ্দুছ, ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক জনাব মনচব আলী জেপি, জি এস সি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খসরু খান, বি সি এ’র সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী,বাংলাদেশ সেন্টারের সহ- সভাপতি তফজ্জুল আলী, কাউন্সিলর ফয়জুর রহমান,কাউন্সিলর রীতা বেগম, ডঃমৌলনা সোয়েব আহমদ,ব্যারিসটার সাম, কে সি ফারহাজ খানের রত্নগর্ভা মাতা বিশিষ্ট সাহিত্যিক ও সমাজসেবী জনাবা ইমদাদুন খাঁন সহ আরো অনেকেই।
দ্বিতীয় পর্বে যুক্তরাজ্যে বিভিন্ন হাই প্রোফাইল ক্যাটারগরিতে সুনামগঞ্জের যেসব কৃতি ব্যক্তিবর্গ নিজকে প্রতিষ্ঠিত করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন তাদের মধ্যে অন্যতম আফসানা বেগম এমপি, সাবেক ব্রিটিশ ডিপ্লোমেট ও ক্যেমান আয়ল্যান্ডের গভর্নর আনোয়ার চৌধুরী, বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জনাব ইমমান আলী,কমিউনিটি এক্টিভিস্ট অধ্যাপক শাহগীর বক্ত ফারুক, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আবুল হাসিম, কে সি ফারহাজ খাঁন, মুফতি মৌলনা ইলিয়াস হোসেন, হেভিওয়েট বক্সার জনাব ডালিম কামালি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জনাব জিল্লুর হোসেন এম বি ই কে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা এচিভমেন্ট এওয়ার্ড প্রদান করা হয়।
এওয়ার্ড প্রদানে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ আবুল লেইচ, বিশিষ্ট গবেষক ও সাংবাদিক সুজাত মনসুর, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃছানাওর আলী কয়েছ, প্রখ্যাত সিলেটি নাট্যাভিনেতা জনাব নুরুল আমিন, সংগঠনের নির্বাহী সদস্য ব্যারিসটার শাহ মিসবাহুর রহমান, কাউন্সিলর আব্দাল উল্লাহ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাউন্সিলর ইকবাল হোসেন, সিনিয়র সহসভাপতি মাস্টার কামরুজ্জামান চৌধুরী, সহসভাপতি আব্দুল মালিক কুটি, সহ-সভাপতি মজির উদ্দীন, সাবেক চেয়ারম্যান ও নির্বাহী সদস্য জনাব নুরুল আমিন, নির্বাহী সদস্য জনাব আলাউদ্দিন আহমদ মুক্তা, উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সাবেক শিক্ষক জনাব খায়রুল ইসলাম, সহ-সভাপতি শামীম আহমদ, সহ-সভাপতি আবুল মনসুর রুমেল, সহ-সভাপতি আব্দুর রব, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আমীর উদ্দিন, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সবুজ মিয়া, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান হিরু, নির্বাহী সদস্য মকসুদ আহমদ, উপদেষ্টা আবদুর রাজ্জাক, উপদেষ্টা মোহাম্মদ মোশাহিদ আলী, উপদেষ্টা এমদাদুল হক, নির্বাহী সদস্য জনাব জাহির আলী, বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ এনামূল হক প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আহবাব হোসেন, সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর শহীদ আলী, উপদেষ্টা জনাব সফিক আহমদ, উপদেষ্টা আব্দুস শহীদ চৌধুরী, উপদেষ্টা সলিসিটর কাজী গৌস মিয়া, ক্রয়ডন বাংলাদেশে এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও ইসরাইল আলী হসপিটালের প্রতিষ্ঠাতা সমাজসেবী জনাব নেছার আলী লিলু, সাবেক মেয়র পারভেজ কোরেশী সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট বশীর আহমদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্বনামধন্য ব্যারিষ্টার আবির ও তার সহধর্মিণী ব্যারিসটার পূনম, প্রভাষক মাহবুবুর রউফ নয়ন, জাতীয় পুরস্কার প্রাপ্ত আলোকচিত্র শিল্পী তারেক আমিন, সমাজসেবি শাহনুর খাঁন, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি দিলোয়ার আহমদ, বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি ফজলুর রহমান আকিক, প্রাইড অব এশিয়ার স্বত্বাধিকারী ওয়াজিদ হোসেন সেলিম, গ্রেটার সিলেট এডুকেশন ট্রাস্টের সভাপতি মুহিব চৌধুরী, ইমপ্রেসন ইভেন্টের অন্যতম ডিরেক্টর মঈনুদ্দীন আনছার, বিশিষ্ট নাট্যকার ইলিয়াস হোসেন, সাংবাদিক মোহাম্মদ একরাম, ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্টের সহ- সাংগঠনিক সম্পাদক সয়ফুল আলম সুফিয়ান, উপদেষ্টা ইসরার-উল-হক চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী নুরুল ইসলাম সরদার, লিলু মিয়া,সমাজ সেবী কয়েছ চৌধুরী, জিয়াউল হক, ব্রিকলেন মসজিদ ফিউনারেল সার্ভিসের অন্যতম স্বত্বাধিকারী পারভেজ আহমদ, উপদেষ্টা সৈয়দ জহিরুল হক, আনোয়ারুল হক চৌধুরী, এনাম হক, হাফিজুর রহমান, আব্দুল মালিক, সমাজ সেবী ফখরুল ইসলাম সেলিম, সমাজসেবী সালেহ আহমদ সহ আরো অনেকেই।
যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্পন্সরের মাধ্যমে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় তাদের মধ্যে অন্যতম-ইউরেশিয়া ফুডস, লন্ডন ফিস বাজার, এরোমা আইসক্রিম, প্রাইড অব এশিয়া, পে টাপ, আর সি আই চার্টার্ড একাউন্টেনট, ইন্ডিয়ান ওশেন রেষ্টুরেন্ট, জমিদার লাউঞ্জ এন্ড স্পাইস অব প্যারাডাইস, আর এস রাইয়াদ সলিসিটর, অশোকা রেষ্টুরেন্ট, ইমপ্রেসন ইভেন্ট-গ্রান্ড রাসই, ওয়ার্ক পারমিট ক্লাউড, রয়েল রিজেন্সি এবং জামাল উদ্দিন মকদদুছ উচ্চ বিদ্যালয়কে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সংগঠনের বিগত দিনের সকল সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়ে বড় পরিসরে একটি ব্রোশার প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সহ-সভাপতি রেদোয়ান খাঁন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ শওকত আলী, সহ-সভাপতি ফজলুল করিম, নির্বাহী সদস্য ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক নজির উদ্দিন, যুগ্ম সম্পাদক তফাজ্জুল আলী, নির্বাহী সদস্য ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক হোসেন আহমদ, শিক্ষা সম্পাদক জুলহাস চৌধুরী, সহকারী কোষাধ্যক্ষ মৌলানা তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক দিলবর আলী, সাংগঠনিক সম্পাদক শামীমুর রহমান, নির্বাহী সদস্য জিলু আহমদ, নির্বাহী সদস্য আবুল হোসেন, সদস্য শামীম হোসেন জাকারিয়া, সদস্য শাহ মওদুদ আহমদ, সদস্য সুরুজ মিয়া আজাদ, সদস্য আব্দুল হান্নান (বদরুল) সাবেক সদস্য মৌলানা আবু সাদেক সহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দায়িত্বে ছিলেন সাংবাদিক খালেদ মাসুদ রনি এবং সাংবাদিক সরওয়ার হোসেন সুজন ও তাঁদের সহকর্মীরা।
পুরস্কার প্রাপ্ত সকল গুনীজন সংগঠনের দেশে বিদেশে সকল শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়শী প্রশংসা করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে সংগঠনের উপদেষ্টা হিসেবে গর্ববোধ করেন।
সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ আবুল লেইচ এবং সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ ছানাওর আলী কয়েছ বিভিন্ন শহর থেকে আগত সকল অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরিশেষে চীফ এডভাইজার পুলিশ ইন্সপেক্টর (অবঃ) আলহাজ্ব মোঃ আহবাব মিয়ার বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। -খালেদ মাসুদ রনি



