তেল আবিব-আঙ্কারা সম্পর্ক উন্নয়নের সুযোগ শেষ

Erduganতুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, গাজায় ইসরাইলি হামলার কারণে তেল আবিব ও আঙ্কারার মধ্যে সম্পর্ক উন্নয়নের সুযোগ শেষ হয়ে গেছে। গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরাইলি হামলায় কয়েক জন তুর্কি নাগরিক নিহত হওয়ার পর আঙ্কারা-তেল আবিব সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়।
তুর্কি প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় হামলা বন্ধ না হলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না। তিনি বলেন, অবিলম্বে ইহুদিবাদী ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।
গত চারদিন ধরে গাজায় ব্যাপক হামলা শুরু করেছে দখলদার ইসরাইল। ইহুদিবাদীদের হামলায় এ পর্যন্ত অন্তত ১০৭ ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন। ইসরাইলের বর্বর হামলার বিরুদ্ধে বিভিন্ন দেশে বিক্ষোভ মিছিল হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button