ব্রিটেনের অর্থনীতিতে বিকেন্দ্রীকরণের হাওয়া

UKব্রিটেনের কনজারভেটিভ নেতৃত্বাধীন কোয়ালিশন সরকার ২০১৫ সালের নির্বাচনে জয়ী হলে লন্ডনকেন্দ্রিক অর্থনীতিতে ভারসাম্য প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। বর্তমান সরকারের বিরুদ্ধে কেবল রাজধানীর উন্নয়নে কর্মকান্ড পরিচালনার অভিযোগ রয়েছে। এর ফলে অন্য ব্রিটিশ অঞ্চলগুলো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে। এছাড়া স্বাধীনতার জন্য স্কটল্যান্ডের গণভোট কেন্দ্রীভূত শাসনের বিরুদ্ধে বিতর্ক উস্কে দিয়েছে।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সোমবার অঙ্গীকার করেন, তিনি পুনর্নির্বাচিত হলে স্থানীয় কর্তৃপক্ষগুলোকে গৃহায়ন ও পরিবহন খাতে ব্যয়ের জন্য ৬৪০ কোটি ইউরো দেবেন। এই প্রকল্প উদ্বোধনকালে তিনি বলেন, দীর্ঘদিন থেকে আমাদের অর্থনীতি অতিমাত্রায় লন্ডনমুখী এবং কেন্দ্রীভূত। লেবার পার্টির পক্ষ থেকে আঞ্চলিক প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য স্থানীয় কর্তৃপক্ষের ক্ষমতা বৃদ্ধির ঘোষণা দেয়ার পর ক্যামেরন এই অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, লেবার পার্টি স্থানীয় প্রবৃদ্ধির উন্নয়নে স্থানীয় কর্তৃপক্ষকে যুব প্রশিক্ষণ এবং কর্মসংস্থান তহবিলসহ ৩০ বিলিয়নের অধিক ব্যয়ের ক্ষমতা দেয়ার অঙ্গীকার করেছে।
এ বিষয়ে লেবার পার্টি নেতা এড মিলিব্যান্ড রোববার গার্ডিয়ান পত্রিকায় লিখেছেন, এর মাধ্যমে কেন্দ্রীকরণের এক শতাব্দীর বিপরীত যাত্রা শুরু হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button