রুপার্ট মারডককে তলব করবে স্কটল্যান্ড ইয়ার্ড

Mardocমিডিয়া মুঘল রুপার্ট মারডককে আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে যে, ব্রিটিশ পত্রিকাগুলোতে অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকার সন্দেহে তার সাক্ষাৎকার নেবে। খবর দ্য গার্ডিয়ান। গত বছর গোয়েন্দারা তার সঙ্গে প্রশ্নোত্তরপর্ব আয়োজন করতে চেয়েছিল। কিন্তু তার আইনজীবীদের অনুরোধে এটা থেকে বিরত থাকে। কারণ, তখন ফোন হ্যাকিং মামলা চলছিল। স্কটল্যান্ড ইয়ার্ড খুব শিগগিরই এ সাক্ষাৎকারটি নিয়ে থাকবে। রুপার্ট মারডকের ছেলে জেমসও সন্দেহের তালিকায় আছেন। জেমস মারডক যুক্তরাজ্যের নিউজ ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ চেয়ারম্যান। নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সম্পাদকের বিচারকার্য চলছে। প্রতিষ্ঠানটির মালিক হিসেবে রুপার্ট মারডককেও জিজ্ঞাসাবাদ করবে ব্রিটেনের বিখ্যাত গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button