দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

Playলিওনেল মেসির শেষ মুহূর্তের গোলে স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে। এর আগে ৮৯ মিনিটের চেষ্টায়ও ইরানের রক্ষণভাগ বারবার ভেদ করে গোল করার চেষ্টায় ব্যর্থ হয় মেসির দল। এতে আর্জেন্টাইন শিবিরে দুশ্চিন্তার ছাপ দেখা গেলেও খেলা শেষের ঠিক আগ মুহূর্তে মেসি জাদুতে জয়ী হলো আর্জেন্টিনা। খেলার অতিরিক্ত সময়ে ডি-বক্সের বাইরে থেকে ক্রসশটে ইরানের গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। এতে স্তস্তির নিঃশ্বাস ফেলে বিশ্বের কোটি কোটি আর্জেন্টাইন ভক্ত।
তবে এর আগে এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ ইরানের বেশ কয়েকটি জোরালো আক্রমণ প্রতিহত করতে হয় আর্জেন্টাইন গোলকিপারকে। খেলায় জয়ী হলেও শেষ মুহূর্ত পর্যন্ত এবারের বিশ্বকাপের শিরোপা প্রত্যাশী দলটিকে ইরানিদের বিরুদ্ধে বেশ ঘাম ঝরাতে হয়।
বেলে হরিজন্তে স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরানের মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচটির ৮৯ মিনিট পর্যন্ত খেলার ফলাফল গোলশূন্য। শুরু থেকেই রক্ষণাত্মক খেলে ইরান। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে আর্জেন্টিনা।
খেলার ১১ মিনিটে লিওনেল মেসির দুর্দান্ত এক শট রুখে দেন ইরানের গোলরক্ষক হাগিগি। এরপর ১৩ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ আসে আর্জেন্টিনার সামনে। ইরানের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন গঞ্জালো হিগুয়েন।
খেলার ৩১ মিনিটে লিওনেল মেসিকে ফাউল করলে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। বরাবরের মতো শটটি নেন মেসি। কিন্তু আর্জেন্টাইন আইকনের শটটি ক্রসবারের সামান্য ওপর দিয়ে বাইরে চলে যায়।
খেলার ৪২ মিনিটে ইরানও এগিয়ে যেত পারত। তবে জালাল হুসাইনির হেডটি লক্ষভ্রষ্ট হয়েছে। এরপর ৪৫ মিনিটে কর্নার-কিক থেকে গোলের সুযোগ আদায় করতে পারেনি আর্জেন্টিনা।
প্রথমার্ধে সেয়ানে সেয়ানে লড়াইয়ের পর গোলবঞ্চিত থাকে দুই দল। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচ বেশ জমে ওঠে। ৪৭ মিনিটে মার্কোস রোহোর উড়িয়ে দেয়া বলে মাথা লাগাতে পারেননি আগুয়েরো। ৫২ মিনিটে আলি রেজার হেড রুখে দেন আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো। ৫৯ মিনিটে মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল টেনে আনেন লিওনেল মেসি। কিন্তু তার শটটি এবারও লক্ষ্যভ্রষ্ট হয়। ক্রসবারের কোল ঘেষে বলটি মাঠের বাইরে চলে যায়। ৬৭ মিনিটে দেজাঘার দুর্দান্ত এক শট রুখে দেন রোমেরো। শটটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ইরান লিড থেকে বঞ্চিত হয়।
৮৫ মিনিটে আরও একটি দুর্দান্ত সেভ করেন রোমেরো। এবারও বল নিয়ে সামনে চলে যান দেজাঘা। জাবালেতা ও মাচেরানোকে কাটিয়ে বলটি সোজা আর্জেন্টিনার গোলপোস্টে পাঠিয়ে দেন তিনি।
আর্জেন্টিনা একাদশ : সার্জিও রোমেরো, ফেদেরিকো ফার্নান্দেজ, পাবলো জাবালেতা, এজিকুয়েল গারাই, মার্কোস রোহো, হাভিয়ের মাচেরানো, ফার্নান্দো গ্যাগো, গঞ্জালো হিগুয়েন, সার্জিও আগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়া, লিওনেল মেসি।
আর্জেন্টিনার কোচ : আলেসান্দ্রো সাবেলা
ইরান একাদশ : আলিরেজা হাগিগি, জালাল হোসেইনি, আমির হোসেন সাদিঘি, পেজমান মন্তারেসি, জাভেদ মেকুনাম, এহসান হাজসাফি, আশকান দেজাঘা, আন্দ্রানিক তৈমুরিয়ান, রেজা ঘুচানেজাদ, মেহেরদাদ পোলাদি।
ইরানের কোচ : কার্লোস কুইরোজ
রেফারি : মিলোরাদ মাজিচ (সার্বিয়া)

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button