বৈদেশিক মুদ্রার রিজার্ভে নয়া রেকর্ড গড়েছে বাংলাদেশ

Bangladesh Bank Logoবৈদেশিক মুদ্রার রিজার্ভে নয়া রেকর্ড গড়েছে বাংলাদেশ। সোমবার দিনশেষে রিজার্ভের পরিমাণ ২১ দশমিক ০৩ বিলিয়ন ডলারে দাঁড়ায়। কেন্দ্রীয় ব্যাংকের ফরেন রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট সূত্রে এ তথ্য জানা যায়।
এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বলেন, আমদানি ব্যয় কমে যাওযায় এবং রেমিটেন্স প্রবাহ বেড়ে যাওয়ায় রিজর্ভের পরিমাণ বেড়েছে। তাছাড়া রপ্তানি আয় বৃদ্ধি রিজার্ভে রেকর্ড গড়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
এর আগে গত ১০ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল। তবে এরপর ৮ মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১১৭ কোটি ডলার আমদানি বিল পরিশোধের পর তা ১৯ দশমিক ৪০ বিলিয়ন ডলারে নেমে আসে। পরে অবশ্য রিজার্ভ আবার বাড়তে থাকে।
চলতি মাসে এই পর্যন্ত রেমিটেন্স এসেছে ৬০ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রিজার্ভ ছিল ৬ মে, ২০ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button