বিশ্বকাপের জন্য ‘প্রস্তুত’ ব্রাজিল

Bazileব্রাজিলে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফুটবলের আসর। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ জমকালো বিশ্বকাপ উদ্বোধনের প্রায় ৪৮ ঘণ্টা আগে টেলিভিশনে জনগণের উদ্দেশে দেয়া এক ভাষণে বলেছেন, মাঠ এবং মাঠের বাইরে ব্রাজিল বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত।
প্রেসিডেন্ট তার ভাষণে বলেছেন, ব্রাজিলের জনগণের দৃঢ় প্রত্যয়ের কাছে ‘নৈরাশ্যবাদী’রা পরাজিত হয়েছে। বিশ্বকাপ উপলক্ষে অতিরিক্ত অর্থ ব্যয়ের সমালোচনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি। বিশ্বকাপ ফুটবল আয়োজনে ১ হাজার ১০০ কোটি ডলার ব্যয়ের ফলে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে বিনিয়োগ হ্রাস পেয়েছে, এমন শঙ্কা সত্যি নয় বলেও মন্তব্য করেন তিনি। আগামীকাল আয়োজক দেশ ব্রাজিল খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। উদ্বোধনী ম্যাচ আয়োজনে চলছে স্টেডিয়ামের শেষ মুহূর্তের পরিচর্যার কাজ। এদিকে ইউনিয়ন নেতারা হুমকিতে বলছে, তাদের দাবি মানা না হলে, টুর্নামেন্ট চলাকালীন সাও পাওলোতে ফের ধর্মঘট পালন করবেন তারা। এর আগে গত সপ্তাহ থেকে ৫ দিনের ধর্মঘটে সাও পাওলোর রাস্তাঘাটে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। একই সঙ্গে ফুটবল সমর্থকদের গ্রুপ পর্যায়ের ম্যাচ দেখতে যাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। গত সোমবার ধর্মঘটটি সাময়িকভাবে স্থগিত করেন ইউনিয়ন নেতারা। প্রেসিডেন্ট দিলমা রুসেফ তাদের বিরুদ্ধে কঠোর সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, টুর্নামেন্টকে বাধাগ্রস্ত করতে পারে, এমন কোন বিক্ষোভ আন্দোলন করতে দেয়া হবে না। এরই মধ্যে সাও পাওলোতে নিরাপত্তা রক্ষায় ও নির্বিঘ্নে প্রতিটি ম্যাচ আয়োজনে মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিশ ও সেনা সদস্যকে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button