ব্রিটেনে ধনীদের সুদিন

Moneyএক বছরে ব্রিটেনের ১ হাজার ধনাঢ্যের সম্পদের উল্লম্ফন ঘটেছে ১৫ শতাংশ। সানডে টাইমসের বার্ষিক ধনীর তালিকা প্রতিবেদনে একথা বলা হয়। এই ধনীদের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫১৮.৯৭৫ বিলিয়ন পাউন্ড, যা ৬৩৭.৩৮৭ বিলিয়ন ইউরো, ৮৭২.৮৩৮ বিলিয়ন ডলারের সমপরিমাণ। এই সম্পদ বৃদ্ধির হার গত বছরের মোট ৪৪৯.৬৫৪ বিলিয়নের পাউন্ডের চেয়ে ১৫.৪ শতাংশ বেশি।
মুদ্রস্ফীতির হিসেবেও এই সম্পদের পরিমাণ ২০০৮ সালের আর্থিক সংকটের পূর্বাবর্তী সময়ের চেয়ে অনেক বেশি। ওই সময় ধনাঢ্যদের মোট সম্পদের পরিমাণ ছিল ৪১২.৮৪৬ বিলিয়ন ডলার।
১৯৮৯ সাল থেকে ধনাঢ্য তালিকা প্রণয়নকারী ফিলিপ বেরেসফোর্ড বলেন, ‘আমি ব্যক্তিগত সম্পদের এমন বিস্ময়কর বৃদ্ধি কখনো দেখিনি।’
অথচ এর বিপরীতে বছরে গড় সাপ্তাহিক মজুরি বেড়েছে ১.৭ শতাংশ। যা ধনাঢ্যদের সম্পদ বৃদ্ধির হারের অনেক কম। ব্যাংক হিসাব বাদে জমি, সম্পদ ও শেয়ারসহ সনাক্তযোগ্য সম্পদের ভিত্তিতে এই তালিকা করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button