পাকিস্তান-ইরান সমঝোতা স্মারক সই

Pakistan Iranইরান ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য ৯টি সমঝোতা স্মারক বা এমওইউ সই হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দুই দিনের সফরে তেহরান যাওয়ার পর এ সমঝোতা স্মারক সই হয়। তার আগে নওয়াজ শরিফের সাথে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীরির বৈঠক হয়।
সমঝোতা স্মারক অনুযায়ী, সীমান্ত ইস্যুতে ইরান ও পাকিস্তান একটি যৌথ কমিটি গঠন করবে। এ ছাড়া সন্ত্রাসবাদ, মাদক পাচার ও মানিলন্ডারিংয়ের বিরুদ্ধেও তেহরান ও ইসলামাবাদ সহযোগিতা জোরদার করবে।
বৈঠকে ইসহাক জাহাঙ্গীরি ইরান ও পাকিস্তানের মধ্যকার গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়ে ইসলামাবাদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান। এ সময় নওয়াজ শরিফ এ প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, তার দেশ তেল ও গ্যাস প্রকল্পে বহুমুখী সহযোগিতাকে স্বাগত জানায়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button