আসামে মুসলিম হত্যার ঘটনায় ওআইসির নিন্দা

OICভারতের আসাম রাজ্যে মুসলমানদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর সহযোগী সংগঠন ওআইসি। গত সপ্তাহে আসাম রাজ্যের কোকরাঝাড় ও বকশা জেলায়  উগ্রপন্থীদের সহিংস হামলায় নারী ও শিশু সহ ৩২ মুসলিম নিহত হন। ওআইসির মহাসচিব ইয়াদ আমিন মাদানী স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, এটা ছিলো নিরপরাধ নাগরিকদের বিরুদ্ধে নৃসংশ সন্ত্রাসী হামলা। তিনি হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং ক্ষতিগ্রস্ত এলাকায় আইনের শাসন ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের প্রচেষ্টাকে স্বাগত জানান।
সীমান্ত এলাকার প্রতিমন্ত্রী সিদ্দিক আহমেদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বলেন, সরকার এবং বর্তমান ক্ষমতাসীন দল কংগ্রেস পার্টি নারী ও শিশু সহ নিরীহ জনগণকে রক্ষায় ব্যর্থ হয়েছে। এমনকি দুই বছরের শিশুকেও গুলী করে হত্যা করা হয়েছে। সিদ্দিক সাংবাদিকদের বলেন, আমি আমার জীবনে এ ধরনের ঘটনা আগে কখনো দেখিনাই।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button