শাহবাগিদের স্মারকলিপি গ্রহণ করেননি সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার

সুপ্রিম কোর্টের অবকাশ চলাকালে ট্রাইব্যুনাল আপিলের শুনানি অব্যাহত রাখতে বিশেষ বেঞ্চ গঠনের দাবিতে প্রধান বিচারপতি বরাবার শাহবাগি ‘গণজাগরণ মঞ্চ’র দেয়া স্মারকলিপি গ্রহণ করেননি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার। আজ বুধবার বেলা ১২টার দিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে যায়। এ সময় রেজিস্ট্রার বলেন, এ ধরনের স্মারকলিপি দেয়ার নজির নেই। আপনারা আইনজীবীর মাধ্যমে যথাযথভাবে আবেদন করেন। পরে ইমরান বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারটি নতুন। তাই আমরা বিশেষ বেঞ্চ গঠন করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়া মামলাগুলোর বিচার দ্রুত নিষ্পত্তির কথা বলেছিলাম। কিন্তু রেজিস্ট্রার বিষয়টিকে নজিরবিহীন বলে গ্রহণ করেননি। ছয় সদস্যের এ প্রতিনিধি দলে ছিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজাহান আলী সাজু, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান মাসুম এবং গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল ও সঙ্গীতা ইমাম। এর আগে বুধবার বেলা ১২টার দিকে স্মারকলিপি প্রদানের উদ্দেশে গণজাগরণ মঞ্চের একটি প্রতিনিধি দল হাইকোর্টের দিকে রওনা হলে দোয়েল চত্বর এলাকায় পুলিশের বাধার সম্মুখীন হয়। পরে প্রতিনিধি দলের মধ্য থেকে ছয়জনকে পুলিশ প্রধান বিচারপতির কার্যালয়ে নিয়ে যায়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button