বাকিংহ্যাম প্রাসাদের চেয়েও বড় বাড়িটি বিক্রি হলো কোটি ডলারে

Bakinghamব্রিটেনের সবচেয়ে বড় ব্যক্তিগত মালিকানাধীন বাড়ি কিনে নিয়েছে হংকংয়ের একটি ইনভেস্টমেন্ট কোম্পানি। দক্ষিণ ইয়র্কশায়ারের রদারহ্যামের কাছের এই বাড়িটি ব্রিটেনের রানীর বাসভবন বাকিংহ্যাম প্যালেসের চেয়েও বড়।
‘ওয়েন্টওয়ার্থ উডহাউস’ ১ কোটি ২০ লাখ ডলারে বিক্রির জন্য বাজারে তোলা হয়েছিল। কিন্তু এই বাড়িটির এখন এতোই জীর্ণ দশা যে এটি সংস্কারে লাগবে ৬ কোটি ডলার।
১৮ শতকের এই বিশাল বাড়িতে রয়েছে ৩০০ এর বেশি কক্ষ। বাড়িটির সামনের একটি হলের দৈর্ঘ্য প্রায় ২০০ মিটার।
হংকংয়ের ইনভেস্টমেন্ট কোম্পানি ‘লেক হাউস গ্রুপ’ এটি কিনে নিয়েছে। তারা এই ঐতিহাসিক বাড়িটি সংরক্ষণ করতে চায়।
১৭২৫ সালে প্রায় ৬০ একর জমির ওপর ওয়েন্টওয়ার্থ উডহাউস তৈরির কাজ শুরু হয়। স্থানীয় ৩টি অভিজাত পরিবার এই বাড়ির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে।
১৯৯৯ সালে বাড়িটি কিনে নেন ক্লিফোর্ড নিউবোল্ড নামে এক স্থপতি। এ বছরের এপ্রিলে তিনি মারা যাওয়ার পর তার পরিবার অনিচ্ছা সত্ত্বেও এটি বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button