শামীম-হুদাকে নিয়ে ফের বিভক্তি সিলেট বিএনপিতে

Sylhetসাইফুর তালুকদার: সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে আবারো বিভক্ত হয়ে পড়েছে সিলেট বিএনপি। দলের চেয়ারপার্সনের হস্তক্ষেপের পরও বিভক্তি থামানো সম্ভব হচ্ছে না। আর এনিয়ে চরম বেকায়দায় রয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত নেতা শমসের মবিন চৌধুরী। ফলে তুণমূলের নেতা-কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে।
সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন নিয়ে আবারো মূখোমূখি অবস্থান নিয়েছেন নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপি’র সভাপতি এম ইলিয়াস আলী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর অনুসারীরা। দলীয় দুই প্রার্থীকে নিয়েই প্রচারনায় মাঠে নেছেন উভয় বলয়। ভোটের মাঠে দুই পক্ষই একে অপরকে ছাড় দিতে নারাজ। আর দলের চেয়ারপার্সন কাকে সমর্থন দিয়েছেন তা এখন পর্যন্ত পরিষ্কার হচ্ছেনা। যদিও উভয় বলয়ের নেতাদের দাবি তাদের প্রার্থীকেই সমর্থন দিয়েছেন দলীয় প্রধান।
আবুল কাহের শামীম বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর আপনজন। তাই তাকে সমর্থন দিতে মরিয়া হয়ে উঠেছেন শমসের মবিন। শেষ পর্যন্ত মাঠের হেভিওয়েট প্রার্থী শাহ জামাল নুরুল হুদা নির্বাচনে অটল থাকায় বেকায়দায় পড়েছেন বিএনপির এ প্রভাবশালী নেতা।
সদর বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জানান, শামীম সদর উপজেলার স্থায়ী বাসিন্দা নন। তাই তাকে দলীয় সমর্থন দেয়া হবে আত্মঘাতি। এর ফল শুভ হবেনা। ফলে আবারো জয় চলে যেতে পারে আওয়ামী লীগের ঘরে।
নাম প্রকাশে অনিচ্ছুক সদর উপজেলার একটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হতাশা প্রকাশ করে বলেন, দল থেকে একক প্রার্থী না আসলে জয় ঘরে তোলা সম্ভব হবে না। বিএনপির ভোট ভাগ হওয়ার কারনে আওয়ামী লীগের প্রার্থীই বিজয়ী হতে পারে।
গত তিন দিন ধরে বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম ‘দলের চেয়ারপার্সন সমর্থিত চেয়ারম্যান প্রার্থী’-এমন প্রচারণা চালানো হলেও তা মানছেন না দলের অপর প্রার্থী সদ্য বিলুপ্ত সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ জামাল নুরুল হুদা। তার দাবি, বাকি ৩ প্রার্থীর ঐক্যমতের ভিত্তিতে দলীয় ভারপ্রাপ্ত মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা শাহ জামাল নুরুল হুদাকে বিএনপির একক প্রার্থী হিসেবে সমর্থন জানিয়েছেন। কাহের শামীম দলের নয়, শমসের মবিন ও দিলদার সেলিম সমর্থিত প্রার্থী এমন বক্তব্যও দিচ্ছেন ইলিয়াস অনুসারীরা। এনিয়ে নগরীতে দুই প্রার্থীকে নিয়েই পৃথক সভা করেছেন দ্বিধা বিভক্ত বিএনপি নেতাকর্মীরা।
নগর বিএনপির সভাপতি এম এ হক বলেন, দলীয় চেয়ারপার্সন আবুল কাহের শামীমকে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সমর্থন দিয়েছেন এজন্য তারা শামীমকে বিজয়ী করতে মাঠে কাজ করছেন।
অপরদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যডভোকেট আব্দুল গফ্ফার বলেন, আমার কাছে এখন দলীয় সিদ্ধান্ত সম্বলিত কোন চিঠি আসেনি। তাছাড়া কেন্দ্র থেকে কোন সিদ্ধান্তও জানানো হয়নি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button