রনির জামিন আবেদন, শুনানি ১৩ আগস্ট

Roniসাংবাদিক মারধরের মামলায় সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনির জামিনের আবেদন করা হয়েছে। রোববার রনির পক্ষে তার আইনজীবরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। বিচারক মো: জহুরুল হক আবেদনটি গ্রহণ করে আগামী ১৩ আগস্ট শুনানির জন্য দিন ধার্য করেন। গত শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় নিজ কার্যালয়ের সামনে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক ইমতিয়াজ মমিন সনি ও ক্যামেরাপারসন মহসিন মুকুলকে মারধর করেন রনি। এ ঘটনায় শনিবার রাতেই রনির বিরুদ্ধে শাহবাগ থানায় হত্যাচেষ্টার মামলা করেন টেলিভিশনটির সহকারী ব্যবস্থাপক ইউনূস আলী। এই মামলায় রোববার আদালতে হাজির হয়ে জামিন পান এমপি রনি। ওই জামিন বাতিলে সোমবার আবেদন করেন ইউনূস। আবেদনের শুনানি শেষে বুধবার দুপুরে এমপি রনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এর দেড় ঘণ্টার মাথায় রনিকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠোনের আদেশ দেন আদালত। রনি রয়েছেন গাজীপুরের কাশিমপুর-২ কারাগারের সুরমা ভবনে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button