বিপ্লবের ৩৫ বছর পূর্তিতে উৎসবমুখর ইরান

Iranইরানে ইসলামি বিপ্লবের ৩৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত র‌্যালিতে হাজার হাজার মানুষ তেহরানের রাস্তায় নেমে এসেছে। ৩৫ বছর আগে এই দিনে যুক্তরাষ্ট্রপন্থি শাসনকর্তা রেজা শাহ পেহলভীর পতন ঘটে, ইরানে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
মঙ্গলবার তেহরানের সেন্ট্রাল আজাদি স্কয়ারে হাজার হাজার মানুষ এসে সমবেত হয়। ইরানের বর্তমান রাষ্ট্রপতি হাসান রুহানি আগতদের সামনে ইসলামি বিপ্লব পূর্ববর্তী ইরান ও বিপ্লবের তাৎপর্য সম্পর্কে বক্তব্য রাখেন। গত বছরের আগস্ট মাসে রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হওয়ার পর এই প্রথম তিনি এমন জনসমক্ষে বক্তব্য রাখলেন।
তিনি বলেন, প্রাকবিপ্লব যুগে দেশ পরিচালনায় জনগণের মতামতের, ভোটের কোন গুরুত্ব ছিল না। দেশের সার্বিক পরিস্থিতির চরম অবনতি ঘটেছিল এবং রাজতন্ত্র একধরনের নিয়মতন্ত্র হয়ে দাঁড়িয়েছিল।
তার বক্তব্যে ইরানিসুলভ যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব ফুটে ওঠে। যদিও বিগত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্কের পালে কিছুটা হাওয়া লেগেছে। তিনি বলেন, ইরানের জনগণ দেশ সম্পর্কে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চাইতেন, কিন্তু একটি বৃহৎ শক্তি সবসময় দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে যেতো।
এরপর তিনি যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি ইঙ্গিত করে বলেন, আমেরিকার ধারণা ছিল, ইরান তাদেরই অধিভুক্ত। তারা প্রত্যেকটি বিষয়ে হস্তক্ষেপ করতে চাইতো, এমনকি দেশের প্রতিরক্ষার মতো সংবেদনশীল ইস্যুতেও।
বিপ্লবের সূচনা ঘটে ১৯৭৯ সালে। ১০ মাস সারাদেশ অবরূদ্ধ হয়ে থাকার পর অবশেষে যুক্তরাষ্ট্রবান্ধব শাহের পতন ঘটে। বিপ্লবী ছাত্ররা যুক্তরাষ্ট্রের দূতাবাস তছনছ করে দিয়েছিলেন এবং ৫২ জন যুক্তরাষ্ট্রের নাগরিককে আটক করে রেখেছিলেন যাদের প্রায় দেড় বছর পর (৪৪৪ দিন) মুক্তি দেয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক বন্ধ হয়ে গিয়েছিল।
বিপ্লবের ৩৫ বছর পূর্তি উপলক্ষে ইরানিদের মধ্যে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়। অংশগ্রহণকারীরা গণমাধ্যমের কাছে তাদের বর্তমান মনোভাব ব্যক্ত করেন। তারা মনে করেন, যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যকার সম্পর্ক উন্নয়নে এখনও অনেক পথ পাড়ি দেয়া বাকি। তাদের মনে এখনও যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব প্রবলভাবে কাজ করে।
আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনীর নেতৃত্বে দশ মাসব্যাপী স্থায়ী সে সফল বিপ্লবে ২৭৮১ জন নিহত হয়েছিলেন বলে নথিভুক্ত আছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button