যুক্তরাজ্যে বন্যা পরিস্থিতির আরও অবনতি
যুক্তরাজ্যের টেমস নদীর পানি পূর্বের সকল রেকর্ড ভেঙে উপচে পড়ছে। শহরজুড়ে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। বন্যার পানিতে ঢাকা পড়ে গেছে বার্কশায়ার, সারে, সমারসেট প্রভৃতি শহরের ফুটপাথ, রাস্তা, রেলসড়ক প্রভৃতি। জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। সেনা ও নৌবাহিনীর সদস্যরা নদীর তীরে বালির বস্তা ফেলে বাঁধ তৈরি করার চেষ্টা করছে।
বন্যার পানির উচ্চতা ক্রমশ বেড়েই চলেছে। নদী তীরের বসতবাড়িগুলো ডুবে গেছে। শহরের পৃথক ১৬টি অংশে বন্যা পরিস্থিতির গুরুতর সতর্কবার্তা পৌঁছে দেয়া হয়েছে। বার্কশায়ার এবং সুরে অঞ্চলে ১৪টি এবং সমারসেটে ২টি।
দুর্যোগ মোকাবেলা সংস্থা ‘এনভায়নমেন্ট এজেন্সি’ বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জেমস ক্যামেরন বন্যা পরিস্থিতি নিয়েন্ত্রণে এনভায়রনমেন্ট এজেন্সির কাজ পর্যবেক্ষণের জন্যে ইতোমধ্যে পোর্টল্যান্ড সফর করেছেন।
বিশেষজ্ঞরা বলেছেন, বিগত তিন বছরে টেমসে ব্যাপক ড্রেজিং চালানো হয়েছে। যে কারণে নদীর স্বাভাবিক নাব্যতা নষ্ট হয়ে গেছে। আর এটিই বর্তমান বন্যা পরিস্থিতির অবনতির জন্যে দায়ী।
উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ এর জবাব দিতে চেষ্টা করেছেন। তিনি স্বীকার করেছেন, টেমসে গত তিন বছর ড্রেজিং কার্যক্রম চলেছে। কিন্তু এখন দোষারোপের তীর ছোঁড়ার মত সময় নয় বলেই তিনি মনে করেন।
পরিবেশমন্ত্রী ওবেন প্যাটারসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশ্বাস দিয়েছেন।



