লন্ডনে বিশ্বের সবচেয়ে দ্রুততম ব্রডব্যান্ডের সফল পরীক্ষা

BTলন্ডনে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ব্রডব্যান্ড সংযোগ পরীক্ষায় সফল হয়েছেন ব্রিটিশ টেলিকম (বিটি) এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশান পণ্য নির্মাতা অ্যালকাটেল-লুসেন্টের বিজ্ঞানীরা। দ্রুততম ব্রডব্যান্ড সংযোগ স্থাপনের ওই পরীক্ষায় বিজ্ঞানীরা প্রতি সেকেন্ডে ১.৪ টেরাবাইট গতিতে ডেটা ট্রান্সফার করেন সেন্ট্রাল লন্ডনের বিটি টাওয়ার থেকে ৪১০ কিলোমিটার দূরে ইপসউইচে। ওই গতিতে প্রতি সেকেন্ডে ৪৪টি আনকম্প্রেসড এইচডি সিনেমার ফাইল পাঠানো সম্ভব।
বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, দ্রুততম ব্রডব্যান্ড সংযোগ নিয়ে গবেষণায় এই সাফল্যের খবর নিশ্চিত করেছে বিটি এবং অ্রালক্যাটেল-লুসেন্ট উভয়ই।
বিবিসির ওই প্রতিবেদনে আরও জানিয়েছে বিটি ও অ্যালকাটেল-লিউসেন্টের এই সাফল্যে সবচেয়ে বড় ইতিবাচক প্রভাবটি পড়বে বিশ্বব্যাপী ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) প্রতিষ্ঠানগুলোর উপর।
ইন্টারনেট সংযোগ স্থাপনে ব্যবহৃত বর্তমান প্রযুক্তি কাজে লাগিয়েই যে ডেটা ট্রান্সফারের গতি ও পরিমাণ দুটিই বাড়ানো সম্ভব সেটাই প্রমাণ হয়েছে ওই পরীক্ষায়। সর্বোচ্চ গতির ব্রডব্যান্ড সংযোগের ওই পরীক্ষায় বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে অ্যালকাটেল-লুসেন্ট।
প্রতিবছর বিশ্বব্যাপী দ্রুতগতির ব্যান্ডউইথের চাহিদা বাড়ছে শতকরা ৩৫ শতাংশ হারে। এই অবস্থায় আইএসপি প্রতিষ্ঠানগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল গ্রাহকদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ইন্টারন্টে সংযোগের গতি বাড়ানো। সাম্প্রতিক গবেষণার নতুন এই সাফল্য আইএসপি প্রতিষ্ঠানগুলোর জন্য আশার আলো জাগাবে এবং গ্রাহকদের দ্রুতগতির ইন্টারনেট সংযোগের চাহিদা মেটাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেই মনে করছে অ্যালকাটেল-লিউসেন্ট।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button