ব্রিটেনে বাড়ছে শিক্ষকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

UKব্রিটেনে প্রায় এক হাজার স্কুল শিক্ষক ও কর্মচারী যৌন হয়রানির দায়ে অভিযুক্ত হয়ে চাকরি হারিয়েছে। সম্প্রতি, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত এক জরিপে দেখা যায়, গত পাঁচ বছরে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখায় দায়ে ৯৫৯ ব্রিটিশ শিক্ষক ও কর্মচারীকে অভিযুক্ত এবং বরখাস্ত করা হয়।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ওয়ান রেডিও’র নিউজবিট অনুষ্ঠান ওই জরিপ পরিচালনা করে। জরিপে দেশটির স্কুল শিক্ষকদের বিরুদ্ধে জঘন্য এসব অভিযোগের কথা উঠে আসে।
এসব ঘটনায় মাত্র ২৫৪টি ক্ষেত্রে পুলিশের কাছে মামলা দায়ের করা হয়। জরিপের জন্য ব্রিটেনের ২০০ স্থানীয় কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হলেও ১৩৭টি স্থান থেকে তথ্য পাওয়া যায়। বিবিসি আশঙ্কা করছে, স্কুল শিক্ষার্থীদের যৌন নির্যাতনের এসব ঘটনার সংখ্যা আরো বেশি হতে পারে।
দেশটির শিক্ষকদের জাতীয় ইউনিয়ন, টিচিং ইউনিয়ন ও এসোসিয়েশন অব টিচার এন্ড লেকচারার এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। যেসব শিক্ষক মর্যাদাহানির ঘটনা ঘটাচ্ছে তাদের কঠোরভাবে আইনের আওতায় আনার দাবি জানায় শিক্ষকদের সংগঠনগুলো। আর, ভ্রান্ত অভিযোগের বিরূপ প্রভাবের ব্যাপারেও হুঁশিয়ারি জানায় সংগঠনগুলো।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button