বিশ্বের সবচেয়ে বয়সী নারী বাজোয়া আর নেই

পাকিস্তানি বংশোদ্ভূত শান্ত কাউর বাজোয়া ১১৫ বছর ছয় মাস ১৯ দিন বয়সে ব্রিটেনে মারা গেছেন। তাকে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নারী বলে মনে করা হয়। শুক্রবার তার মৃত্যু হয় বলে জানা গেছে। বিবিসি। পাসপোর্ট অনুযায়ী তিনি ১৮৯৮ সালের ১ জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারত তথা বর্তমান পাকিস্তানের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটেনের লন্ডন শহরের সাউথহলে বসবাস করতেন। ১৯৬৯ সাল থেকে তিনি ব্রিটেনে বসবাস করছিলেন। পরিবারের দাবি, বাজোয়াই বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী। তবে বিষয়টি প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত নয় এবং নিজেদের দাবির ব্যাপারে পরিবারটির কাছে কোনো দাফতরিক স্বীকৃতিপত্রও নেই। গিনেস ওয়ার্ল্ড রেকডর্স জানিয়েছে, দাবি প্রতিষ্ঠিত করতে হলে একটি জন্মসনদ ও পাসপোর্ট দাখিল করতে হয়। তবে মৃত্যুর আগ পর্যন্ত তাকেই বিশ্বের সবচেয়ে বয়সী নারী বলে বিবেচনা করা হতো।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button