মিশরের সংকট উত্তরণে পথ খুঁজছে সেনাবাহিনী

Egyptমিশরের আল আহরাম পত্রিকার এক প্রতিবেদনে ঊর্ধ্বতন এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার বলা হয়, বর্তমান রাজনৈতিক সংকট থেকে বের হওয়ার ‘যুক্তিসংগত’ পথ খুঁজছে সেনাবাহিনী।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, সংকট সমাধানের জন্য চাপ জোরালো হচ্ছে। তার মতে, এর একটি হলো সিনাইয়ে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর সন্ত্রাসী হামলার উস্কানি।
এছাড়া মুসলিম ব্রাদারহুড তাদের নেতাদের মুক্তির জন্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে চাপ দিচ্ছে। অন্যান্য দেশের ইসলামপন্থি দলগুলোকেও কাজে লাগাতে চাইছে ব্রাদারহুড।
গত ২৮ জুন থেকেই কায়রোর রাবা আল-আদাবিয়া মসজিদ এবং গিজার আল নাহদা স্কয়ারে লাগাতার অবস্থান করছে মুরসি সমর্থকরা।
গত ৩ জুলাই মিশরের ইতিহাসে প্রথম স্বচ্ছ নির্বাচনে বিজয়ী মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির কর্তৃত্ববাদী সেনাবাহিনী।
প্রতিষ্ঠার পর থেকে গত ৯০ বছর ধরেই রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছে ব্রাদারহুড। দলটির বহু নেতা মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খেটেছেন।
আল-সিসির আহ্বান প্রসঙ্গে ব্রাদারহুডের এক নেতা আল-আহরাম-কে বলেন, ‘আমাদের যদি রাস্তায় লড়াই করে মৃত্যু অথবা জেলে যাওয়া-এর একটি বেছে নিতে হয় তবে কেউ যেন না ভাবে যে, আমরা কারাগারে যাব।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button