বাংলাদেশে যথাযথ নির্বাচন দেখতে চাই : ডেভিড ক্যামেরন

Cameronবাংলাদেশে নিরপেক্ষ এবং যথাযথ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ২৫ নভেম্বর, লন্ডনের বাটারসি এভোল্যুশনে নবম ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড ২০১৩ অনুষ্ঠানে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই চাই বাংলাদেশে একটি  নিরপেক্ষ এবং যথাযথ নির্বাচন সম্পন্ন হোক।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতায় অ্যাওয়ার্ড আয়োজক এনাম আলি এমবিই বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিতে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের স্বজন, ব্যবসা ও বিনিয়োগসহ বিভিন্ন স্বার্থ রক্ষায় বৃটেনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করলে এর জবাবে প্রধানমন্ত্রী ক্যামেরন একথা বলেন।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর শীর্ষ নেতা হিসেবে বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে গঠনমূলক ভূমিকা রাখতে ডেভিড ক্যামেরনের প্রতি আহ্বান জানিয়ে এনাম আলি বলেন, ঘনিষ্ঠ উন্নয়ন সহযোগী ও বন্ধুপ্রতিম দেশ হিসেবে বৃটেন এ ক্ষেত্রে তার ইতিবাচক প্রভাব বিস্তার করতে পারে।
ডেভিড ক্যামেরন তার বক্তব্যে জানান, প্রতিশ্রুতি অনুযায়ী বৃটিশ সহায়তার অংশ হিসেবে তার সরকার বৃটেনের জাতীয় আয়ের ০.৭ শতাংশ বাংলাদেশকে দিয়ে আসছে। এ ছাড়া ‘কারি অস্কার’ খ্যাত বৃটিশ কারি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ক্যামেরন বিদেশ থেকে দক্ষ শেফ আনয়ন প্রক্রিয়া সহজীকরণে সরকারি সহায়তা দানের পাশাপাশি এদেশেই দক্ষ শেফ গড়ে তোলার ক্ষেত্রে অব্যাহত সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button