অস্থিতিশীল পরিস্থিতির শঙ্কা
ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ক্যাম্পেইনকে সামনে রেখে ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক করেছে ব্রিটেন। বৃটিশ ফরেন অফিসের জারি করা এক সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশে আগামী ৩০ শে ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঘোষিত তফসিল মতে, ১০ই ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক ক্যাম্পেইন শুরু হবে। ওই সময়ে রাজনৈতিক সভা-সমাবেশ থেকে যে কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। এই অবস্থায় বাংলাদেশে ভ্রমণকারী ব্রিটিশ নাগরিকদের রাজনৈতিক সভা-সমাবেশ এবং বড় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে।



